বিনোদন

‘ধর্মের সঙ্গে যুক্ত আরাধ্য দেবতাদের নিয়ে নেতিবাচকতা ছড়ালে মানুষ ছেড়ে দেবে না’, ‘আদিপুরুষ’ বিতর্ক নিয়ে সরব ছোটোপর্দার ‘লক্ষ্মণ’ সুনীল লহরী

এখনও পর্যন্ত ছবিটির ট্রেলারও মুক্তি পায়নি। কিন্তু ছবি প্রথম ঝলক থেকেই সেই ছবি নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্ক পৌঁছে গিয়েছে রাজনৈতিক মহল পর্যন্তও। আইনি নোটিশ দেওয়া হয়েছে ছবির পরিচালক ওম রাউতকে। ‘আদিপুরুষ’ ছবি নিয়ে এবার নিজের মতামত রেখেছেন ছোটো পর্দার রামায়ণ ধারাবাহিকের কলাকুশলীরা।

বহু বছর আগে হিন্দি টেলিভিশন জগতে জোয়ার এনেছিল এই ‘রামায়ণ’ ধারাবাহিক। সেই চাহিদা থেকেই লকডাউনের সময় ফের সম্প্রচারিত হয়েছিল রামায়ণ। তবে বইতে যে রামায়ণের কাহিনী বর্ণিত রয়েছে বা টেলিভিশনে যে রামায়ণের কাহিনী দেখানো হয়েছে, তার থেকে ‘আদিপুরুষ’-এর কাহিনী একেবারেই যেন আলাদা। এই ছবির টিজার দেখে নিজের মতামত রাখলেন ছোটো পর্দার লক্ষ্মণ সুনীল লহরী।

সংবাদমাধ্যমে তিনি জানান যে তিনি আদিপুরুষের টিজার দেখেছেন। এখনও পর্যন্ত তাঁর মত নিরপেক্ষ রয়েছে। তাঁর কথায়, এখনও পর্যন্ত শুধুমাত্র চরিত্রগুলির স্বভাব বৈশিষ্ট্য দেখানো হয়েছে। তাই রাগ করার মতো এখনও তেমন কিছু ঘটে নি। তাঁর মতে, প্রচার পাওয়ার জন্য এই বিতর্ক তৈরি করা হচ্ছে।

তবে সুনীল স্বীকার করেছেন যে আদিপুরুষে রাম-রাবণের যে চরিত্রগুলি দেখানো হয়েছে, তা একটু আজব। আসলে পৌরাণিক চরিত্রে সেভাবে কোনও ছবি পাওয়া যায় না। অস্ত্রশস্ত্রের বর্ণনা থেকেই একটা ধারণা মেলে। রাম বা রাবণকে মানুষ চিরকাল এক রকম ভাবেই ভেবে এসেছে আর সেই ভাবনাটাই পর্দায় ফুটে ওঠে।

রাবণের সেই চিরাচরিত রূপকে ভেঙে দেওয়া হয়েছে বলেই মানুষ ক্ষুব্ধ হয়েছে। তবে এতে নির্মাতাদের কোনও দোষ দেখছেন না সুনীল। তাঁর মতে, একজন শিল্পীর নিজের ভাবনাচিন্তা প্রদর্শন করার সম্পূর্ণ অধিকার রয়েছে। তবে তাঁর কথায়, ধর্ম নিয়ে যদি কোনও ছেলেখেলা হয়, তাহলে মানুষ তা মেনে নেবে না।

সুনীলের কথায়, ধর্মের সঙ্গে যুক্ত আরাধ্য দেবতাদের নিয়ে নেতিবাচকতা ছড়ালে মানুষ ছেড়ে দেবে না। সেই আগের ভারত এখন আর নেই। এখন মানুষ প্রতিবাদ করছে। সুনীলের মতে, এই একতার খুবই প্রয়োজন।

Back to top button
%d bloggers like this: