প্রকাশ্যে এল সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট, গলার ডান দিকে ফাঁসের দাগ গাঢ়, ঘনাচ্ছে রহস্য

ইতিমধ্যেই গোটা দেশ জেনে গিয়েছে যে সুশান্ত সিং রাজপুত এর অস্বাভাবিক মৃত্যু তদন্ত পাকাপাকি ভাবে চলে গিয়েছে সিবিআইয়ের হাতে। গতকাল রাত থেকেই বিভিন্ন দলে বিভক্ত হয়ে সিবিআইয়ের টিম শুরু করেছে তদন্তের কাজ। বৃহস্পতিবার রাতেই দিল্লি থেকে মুম্বই পৌঁছে গিয়েছে সিবিআইয়ের ১০ সদস্যের বিশেষ তদন্তকারী দল। এও জানা গিয়েছে যে সুশান্তের অস্বাভাবিক মৃত্যু রহস্যের জট খুলতে তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান এর অস্বাভাবিক মৃত্যু রহস্য নিয়ে তদন্ত করবে সিবিআই।
এর মধ্যেই প্রকাশ্যে চলে এসেছে সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট। যেখানে উল্লেখ করা হয়েছে, গলায় ফাঁসের জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। গলায় ৩৩ সেন্টিমিটার লম্বা ফাঁসের চিহ্ন মিলেছে। গলার ডানদিকের দাগই গাঢ়। পিছনের দাগ হালকা।
১৪ই জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে সুশান্তের মৃতদেহ উদ্ধার হয়। পরের দিনই সুশান্তের মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।
ইতিমধ্যেই জানা গিয়েছে সুশান্তের ময়না তদন্তের সময় রিয়া চক্রবর্তী কুপার হাসপাতালে উপস্থিত ছিলেন। এই নিয়ে সুশান্তের বাবা কে কে সিং এর আইনজীবী বিকাশ সিং প্রশ্ন তুলেছেন, সুশান্তের সঙ্গে সম্পর্কে ছেদ হয়ে যাওয়া সত্ত্বেও রিয়াকে মর্গে ঢোকার অনুমতি দেয় কিভাবে মুম্বই পুলিশ? রিয়া প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন, বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিকাশ সিং।
ইতিমধ্যেই মুম্বই পুলিশ সিবিআই এর হাতে সুশান্তের ডায়েরি, ল্যাপটপ, মোবাইল ফোন ও মামলা সংক্রান্ত নথিপত্র তুলে দিয়েছে। এছাড়াও মুম্বই পুলিশ যাদের বয়ান রেকর্ড করেছে তাদেরকে ফের সিবিআইয়ের জেরার মুখে পড়তে হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।