‘ভালো লাগত ওঁর ব্যক্তিত্ব, টাকার জন্যই কী বিক্রি হয়ে গেলেন’? ললিত মোদীর সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্ক নিয়ে হতাশা প্রকাশ তসলিমা নাসরিনের

সম্প্রতিই সামনে এসেছে ললিত মোদীর সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্কের বিষয়টি। ললিত মোদী নিজেই জানান এই কথা। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানান আলোচনা-সমালোচনা হয়েই চলেছে। বিতর্ক হচ্ছে বেশ। এবার ললিত মোদী ও সুস্মিতা সেনের সম্পর্ক নিয়ে নিজের হতাশা প্রকাশ করলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার কোনওরকম আড়াল না রেখেই সুস্মিতা সেনকে নিজের ‘বেটার হাফ’ বলে সম্বোধন করেন ললিত মোদী। পরে অবশ্য তা শুধরে নিয়ে তিনি বলেন, “প্রেম করছি। বিয়েটাও একদিন হয়ে যাবে”। অন্যদিকে, সুস্মিতা সেনও সাফ জানিয়ে দেন, “বিয়ে করিনি। আংটিও পরিনি। তবে ভালবাসার বন্ধনে রয়েছি”।
View this post on Instagram
এর মধ্যেই অভিনেত্রীর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের স্মৃতি রোমন্থন করে তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, “সুস্মিতা সেনের সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল। দেখা হয়েছিল অনেক বছর আগে, কলকাতা বিমান বন্দরে। আমাকে জড়িয়ে ধরে তিনি বলেছিলেন ভালোবাসি। আমার চেয়েও দীর্ঘাঙ্গী খুব তো কেউ নেই এ অঞ্চলে, তাই তাঁর পাশে দাঁড়িয়ে নিজেকে হঠাৎ বেঁটে বলে বোধ হয়েছিল। তাঁর সৌন্দর্য থেকে মুগ্ধতার চোখ সহজে সরিয়ে নিতে পারিনি। আমার সবচেয়ে ভালো লাগতো সুস্মিতা সেনের ব্যক্তিত্ব। অল্প বয়সেই দুটো মেয়েকে দত্তক নিয়েছেন। ভালো লাগতো তাঁর সততা, সাহসিকতা, সচেতনতা, স্বনির্ভরতা, ভালো লাগতো তাঁর দৃঢ়তা, ঋজুতা। কিন্তু নানা কিসিমের অপরাধে জড়িত অত্যন্ত অনাকর্ষণীয় এক লোকের সঙ্গে সুস্মিতা এখন সময় কাটাচ্ছেন। লোকটি প্রচণ্ড ধনী বলেই কি? তাহলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি”?
এখানেই শেষ নয়। এরপর বেশ সন্দেহ প্রকাশ করেই লেখিকা লেখেন, “হতে পারে সুস্মিতা সেন প্রেমে পড়েছেন লোকটির। কিন্তু বিশ্বাস হতে চায় না যে তিনি প্রেমে পড়েছেন। টাকার প্রেমে যাঁরা পড়েন, তাঁদের ওপর থেকে আমার খুব দ্রুতই শ্রদ্ধা চলে যায়”।