আগে রানি রাসমনি, এখন ভগিনী নিবেদিতা! ফের মমতার সঙ্গে ভগিনী নিবেদিতার তুলনা টানলেন বাগদার বিধায়ক, জোর বিতর্ক

সম্প্রতি তৃণমূলের একাধিক নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে নানান এমন কিছু ব্যক্তিত্বের তুলনা টানছেন, যা নিয়ে রাজ্যে বিতর্কের শেষ নেই। এর আগে উত্তর ২৪ পরগণার বাগদার (Bagda) বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das) মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রানি রাসমনির তুলনা টেনেছিলেন। আর এবার ফের একবার সেই একই কাজ করলেন তিনি। এবার তুলনা ভগিনী নিবেদিতার (Sister Nivedita) সঙ্গে। এই নিয়ে নতুন করে ফের বিতর্ক শুরু হয়েছে।
গতকাল, শনিবার ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান কাজের নিদর্শন তুলে ধরেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। এই সভা থেকেই তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য একাধিক কাজ করছেন। দেশের ইতিহাসে এই ধরনের মানুষ পাওয়া খুবই কঠিন। আমরা ভগিনী নিবেদিতাকে দেখিনি। তাঁর কাজের কথা শুনেছি। মানুষের সেবা করার জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। আর আমরা বর্তমানে এমন একজন নেত্রীকে দেখতে পাচ্ছি যিনি বাংলার মানুষের জন্য কাজ করছেন। যিনি মানুষের সেবা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সরকার সেই উন্নয়ন আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে”।
তৃণমূল বিধায়কের এই মন্তব্যের কটাক্ষ করে বিজেপির বলে যে বিধায়ক আসলে পিছনের বেঞ্চ থেকে সামনে আসার চেষ্টা করছেন। সেই কারণেই এমন মন্তব্য করছেন বারবার। এর পাল্টা বিশ্বজিৎ দাস বলেন সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেসমস্ত কাজ করছেন, তা দেখেই তিনি ভগিনী নিবেদিতার সঙ্গে তাঁর তুলনা করেছেন।
এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগদার বিধায়ক বলেন, “ভগিনী নিবেদিতা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। যখনই মানুষের সমস্যা হয়েছিল তখনই এগিয়ে গিয়েছিলেন তিনি। যদিও তাঁকে আমরা কেউ দেখিনি। তবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি। যেখানে মানুষ নিপীড়িত হচ্ছেন সেখানেই তিনি এগিয়ে গিয়েছেন। সবাইকে তিনি সাহায্য করছেন। আর এই পরিস্থিতিতে সেই কারণেই ভগিনী নিবেদিতার সঙ্গে মমতার তুলনা করা হয়েছে”।
এর আগেও একবার একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রানি রাসমনির তুলনা করেছিলেন বিশ্বজিৎ দাস। সেই সময় তিনি বলেছিলেন, “এটা আমার অনুভব হয়েছে সাধারণ মানুষের কথায়। আগামী ১০০ বছরেও মানুষের মনের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। রানি রাসমণি যেভাবে রয়েছেন”। শুধু তাই-ই নয়, বাগদার বিধায়কের আগে তৃণমূল বিধায়ক নির্মল মাজি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সঙ্গে তুলনা করেছিলেন। নানান তৃণমূল নেতার এহেন মন্তব্যে বারবার বিতর্কের মুখে পড়ছে শাসক দল।