দেওরের সঙ্গে পর’কীয়া করছে জনপ্রিয় অভিনেত্রী! সন্দেহ হয় অভিনেতা স্বামীর! তারপর…

অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন আজকাল আর ব্যক্তিগত নয়। তাদের কাজের জীবন এবং ব্যক্তিগত জীবন দুটোই সকলের সামনে খোলা চিঠির মতো খুল্লামখুল্লা সোশ্যাল মিডিয়ার দৌলতে। মাঝে মাঝেই তারকাদের ব্যক্তিগত জীবনের এমন কিছু ঘটনা সামনে চলে আসে যেগুলি হয়তো একান্তই ব্যক্তিগত এবং সংসারিক।
তবে অভিনেতারাও মানুষ তাই তাদের জীবনেও নানা ধরনের নিত্য নতুন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকে। কখনো ভেবে দেখেছেন তাদের মনের কথা জীবনের কথা কখনো কানে কানে আপনারা শুনেছেন নাকি? ভাবছেন এ আবার কেমন কানে কানে কথা বলতে আসবে? হ্যাঁ, এবারে ঠিক তেমনটাই হচ্ছে।
জনপ্রিয় অভিনেতা গৌরব চক্রবর্তী এবং তার স্ত্রী এবং অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের প্রেম পরিচয় থেকে আদ্যোপান্ত বিয়ে অনেক কিছুই জানতে পেরেছি আমরা। প্রায় মাস ছয়েকের নানা এপিসোডে তুলে ধরেছিলেন তারা নিজেদের একের পরের কাহিনী। কিন্তু তার মাঝেই জানা গেল আরেক অভিনেতার সঙ্গে নাকি অভিনেতা নিজের স্ত্রীর সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
পরিচালক কৌশিক গাঙ্গুলীর মাধ্যমে রংমিলান্তি হয়। আরও অনেক এক ঝাঁক মুখ নিয়ে সেই কাজটা করতে চেয়েছিলেন পরিচালক। দু একটা কাজ করলেও তখন গৌরব টলিউড একেবারে নতুন। জানতে পারলেন তিনি ডিজে চরিত্রটা করবেন। নাম ঋক। তানাজি দাশগুপ্ত লাদেন চরিত্রে অভিনয় করেছিলেন যার সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল গৌরবের সেন্ট জেভিয়ার্স- এ পড়ার সূত্রে। ইন্দ্রাশিস রায় পেয়েছিলেন টিটো নামক চরিত্রটি। অভিনেতা খুব কাছের বন্ধু গৌরবের।
এদিকে এতজন অভিনেতা পাওয়া গেলেও কোন অভিনেত্রী পাওয়া যাচ্ছিল না। কমলিকা চরিত্রটির জন্যে কাউকে পাচ্ছিলেন না খুঁজে পরিচালক যে বুদ্ধিদীপ্ত এবং আধুনিক একসঙ্গে হবে। সেই সময় সিনেমাটা হবে না বলে ঠিক করে নেওয়া হয়। এরই মাঝে নিজের পোষ্যকে নিয়ে চিকিৎসা করাতে গিয়ে কৌশিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হলো ঋদ্ধিমা ঘোষের। তারপর স্ক্রিপ্ট রিডিং হয়। এদিকে গৌরব এবং ইন্দ্রাশিস একসঙ্গে থাকলে দুজনের দেরি হয়ে যায়। সেখানে একটু তাড়াতাড়ি গেলেন দুজনে। সেখানে এক অসম্ভব সুন্দরী নায়িকাকে দেখলেন। নায়িকাই হলেন গৌরবের জীবনের কমলিকা। এদিকে ইন্দ্রাশিসের সঙ্গে গৌরবের বন্ধুত্ব থাকলেও নায়িকার সঙ্গে তার কোন রকম পরিচয় ছিল না। কিন্তু শুটিং এর সময় রেইকি করতে গিয়ে বন্ধুত্বটা হলো।
বোলপুরে সবাইকে নিয়ে যাওয়া হয় বন্ধুত্ব করানোর জন্য। অন্যদিকে গানের ওপারে নিয়ে ব্যস্ত থাকায় তখন শুটিং থেকে ছাড়া পাননি ইন্দ্রাশিস। এদিকে সন্ধ্যাবেলা হঠাৎ করে সেখানে এসে হাজির হলেন অভিনেতা। রাত্রিবেলা আড্ডা জমে যায়। এদিকে সবার আড্ডা শেষ হয়ে গেলেও ইন্দ্রাশিস আর অভিনেত্রীর গল্প থামেনি তখনও। দুজন দুজনকে ভাই ভাই বলে ডাকতে থাকে।
গৌরব চক্রবর্তী এবং তার স্ত্রী অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের প্রেম নিয়ে পুরোটাই জানতেন ইন্দ্রাশিস। কিন্তু সম্পর্ক শুরু করার আগে থেকেই এই অভিনেতাকে নিয়ে নিজের বর্তমান স্ত্রীর সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে সন্দেহ করতে শুরু করেছিলেন গৌরব। আসলে সারাদিন দুজন দুজনকে বেশ মেসেজ করতেন। তাতেই গৌরবের মনে সন্দেহ আসতে শুরু করে। একদিন গৌরব দুজনের মাঝে আড্ডা থেকে বেরিয়ে পড়ে রেগে গিয়ে।