জ্যোতিষশাস্ত্র

মহাশিবরাত্রিতে তৈরি হচ্ছে দুর্লভ ত্রিগ্রহী যোগ, শনিদেবের কৃপাদৃষ্টি বজায় থাকবে এই ৪ রাশির উপর, পূরণ হবে সমস্ত মনোবাঞ্ছা

এই শনিবার অর্থাৎ ১৮ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রির সময় কুম্ভ রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। ইতিমধ্যে কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনি এবং সূর্য। আগামী ১৮ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবেন চন্দ্র। যেদিন মহাশিবরাত্রি পড়েছে। কুম্ভ রাশিতে সেই দুর্লভ ত্রিগ্রহী যোগের কারণে মহাশিবরাত্রিতে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের উপর শনির কৃপা বজায় থাকবে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা শিবের কৃপা লাভ করবেন। বৃশ্চিক রাশির অধিপতি হলেন মঙ্গল। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গলের কৃপায় মানসিক শান্তি লাভ করবেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা। আপনার মধ্যে বাড়তি উদ্যমের সঞ্চার হবে।

মেষ রাশি

ত্রিগ্রহী যোগ তৈরি হওয়ার ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের উপর মহাদেবের বিশেষ কৃপা থাকবে। দীর্ঘদিন আপনার কোনও পরিকল্পনা যদি বারবার বাধা পেতে থাকে, তাহলে এবার তা পূরণ হবে। আপনার মনোবাঞ্চা পূরণ হবে।

কুম্ভ রাশি

শনির নিজস্ব রাশি হল কুম্ভ রাশি। আপাতত কুম্ভ রাশিতেই শনি অবস্থান করছেন এবং কুম্ভ রাশিতেই ত্রিগ্রহী যোগ তৈরি হবে। যে কুম্ভ রাশির জাতক-জাতিকারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁরা সুখবর লাভ করবেন। আর্থিক অবস্থা ভালো হবে। বিয়ের কোনও বাধা থাকলে কেটে যাবে।

মকর রাশি

মকর রাশির অধিপতি হলেন শনি। মকর রাশির জাতক-জাতিকারা ত্রিগ্রহী যোগের কারণে লাভবান হবেন। আপনি যদি কোনও ব্যবসা করেন, তাঁরা মুনাফা লাভ করবেন। পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বাড়বে। শীঘ্রই কোনও শুভ খবর লাভ করতে পারেন মকর রাশির জাতক-জাতিকারা।

Back to top button
%d bloggers like this: