বিনোদন

অবশেষে শেষ হচ্ছে বালিঝড়! শেষ কদিনের স্যুট করতে গিয়ে ভীষণ মন খারাপ তৃণার! ছবি পোস্ট করে কী লিখলেন অভিনেত্রী?

কিছুদিন আগেই শুরু হয়েছিল স্টার জলসার ধারাবাহিক ‘বালিঝড়’ (Balijhor)। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছিল অভিনেত্রী তৃণা সাহা (Trina saha) অভিনেতা কৌশিক রায় (Koushik Roy) ও ইন্দ্রাশীষ রায়কে (Indrasish Roy)। শুরু হওয়ার আগে থেকেই মনে করা হয়েছিল এই ধারাবাহিকটি দর্শকমহলে বেশ জনপ্রিয় হবে। তার কারণ একটি অন্যরকম গল্প ও অসাধারণ কাস্টিং নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক।

কিন্তু প্রতিপক্ষতে শক্তিশালী ধারাবাহিক থাকার ফলে টিআরপি তালিকাতে কোনদিনই ভালো ফল করতে পারেনি বালিঝড়। মিঠাইয়ের কাছ থেকে এই ২ মাসে একটি বারের জন্য স্লট লিড করতে পারেনি এই ধারাবাহিক। যার জন্য শেষ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিককে। তবে কেন এত তাড়াতাড়ি এই ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে এই নিয়ে নানা রকম প্রশ্ন উঠে এসেছিল।

দর্শকদের মত ছিল গুড্ডি এবং গাঁটছড়া এই দুটি ধারাবাহিকের মধ্যে এর থেকে শেষ করে সেই জায়গায় যেন দেওয়া হয় বালিঝড়কে। কিন্তু তা না করে ধারাবাহিক কর্তৃপক্ষ বা চ্যানেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে শেষ করে দেওয়া হবে এই ধারাবাহিকটিকে। তার কারণ এত বিগ বাজেটের একটি সিরিয়ালকে ধারাবাহিক কর্তৃপক্ষ এক্ষুনি নন প্রাইম টাইমে দিতে চাইছিলেন না। আর গাঁটছড়া শেষ করবার কোনরকম পরিকল্পনা এখন তাদের নেই।

যার জন্যই শেষ হয়ে যাচ্ছে বালিঝড়। গুঞ্জন অনেকদিন ধরেই ছিল কিন্তু অনেকেই বিশ্বাস করতে চাইছিল না যে মাত্র দু মাসে শেষ হয়ে যাবে এই ধারাবাহিকটি। অবশেষে অভিনেতা-অভিনেত্রীরা নিজেরাই জানিয়েছেন যে ১৬ই এপ্রিল শেষ হবে এ ধারাবাহিক। সম্প্রতি অভিনেত্রী তৃণা তার সোশ্যাল মিডিয়াতে দুই অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন শেষ চারদিনের স্যুট।

তাই এই ধারাবাহিক এমন হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার খবরে দর্শকমহলে বেজায় দুঃখের ছায়া। অনেকেই বলছেন যে কেন এত তাড়াতাড়ি একটা সুন্দর গল্পকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এর জায়গায় অনেক পুরনো ধারাবাহিক ছিল যেগুলিকে বন্ধ করা যেত। কিন্তু সেই জায়গায় চ্যানেল কর্তৃপক্ষ এই ধারাবাহিক থেকেই শেষ করবার সিদ্ধান্ত নিয়েছে।

Back to top button
%d bloggers like this: