বিনোদন

ইউটিউব থেকে সোজা বলিউড! এবার হিন্দি ছবিতে দেখা মিলবে ইউটিউবার ঝিলম গুপ্তের, ডাক দিলেন খোদ করণ জোহর

ঝিলম গুপ্ত, সোশ্যাল মিডিয়ায় একটি অতি পরিচিত নাম। যারা সোশ্যাল মিডিয়া বেশ ঘাঁটাঘাঁটি করেন, ঝিলম গুপ্তের নাম তারা শোনেন নি, এমন লোকজন কমই মিলবে। নিজের ‘হিউমার’-এর মাধ্যমেই দর্শকের মনে খুব তাড়াতাড়ি জায়গা করে নিয়েছেন তিনি। এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের যাত্রাপথ এবার আরও বেশি প্রশস্ত হতে চলেছে।

ঝিলম গুপ্ত যে ধরণের ভিডিও বানিয়ে থাকেন, তা অন্যান্যদের থেকে বেশ আলাদা। নানান ধারাবাহিক বা সমাজে ঘটা নানান ঘটনা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে তা বিশ্লেষণ করেন তিনি। তাঁর ভিডিওতে যেমন থাকে হাসির খোরাক, তেমনই আবার থাকে হিউমারও। সবমিলিয়ে নেটবাসীদের খুবই পছন্দের তিনি। এবার এই ঝিলম গুপ্ত বলিউড থেকে একটি ছবির অফার পেলেন। খোদ পরিচালক-প্রযোজক করণ জোহর তাঁকে এই অফারটি দিয়েছেন।

ঝিলমের কাছে যে ছবির প্রস্তাব এসেছে সেই ছবির প্রযোজক করণ জোহর। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন কোলিন ডি কুনহা। এই পরিচালক আবার করণের বেশ পছন্দ। যিনি ‘দোস্তানা টু’ ছবির পরিচালনার দায়িত্বে আছেন।

জানা গিয়েছে, এই ছবির জন্য একপ্রস্থ লুক টেস্টও হয়ে গিয়েছে ঝিলমের। আর তার জন্য মুম্বই যেতে হয়নি ঝিলামকে, গোটাটাই কলকাতায় বসেই হয়েছে। সূত্রের খবর ইতিমধ্যেই পরিচালকের সঙ্গে দেখাসাক্ষাৎও করেছেন ঝিলম। এবার এই বিষয়টি কোনদিকে গড়ায়, তা জানার জন্য অপেক্ষা তো করতেই হবে।

এই বিষয়ে ঝিলম নিজে কিছু না জানালেও, সূত্রের খবর অনুযায়ী, জানুয়ারি মাসেই নাকি ফের কলকাতা আসবেন পরিচালক। প্রায় ২০ দিন মতো শুটিং চলবে শহরে। করণ জোহরের মাধ্যমে ঝিলমের বলিউডে অভিষেক হয় কী না, এখন সেটাই দেখার।

বলে রাখি, বাংলায় নানান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যে অনেকেই অভিনয় জগতে পা রেখেছেন। বাংলার সবথেকে বড় ও জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত পাভেলের ছবি ‘কলকাতা চলন্তিকা’তে অভিনয় করেছেন। আবার ইউটিউবার স্যান্ডি সাহাও নানান ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন। এবার ঝিলম বলিউডে যাচ্ছেন কী না, তা তো সময়ই বলবে।

Back to top button
%d