‘জগদীপ ধনখড়কে অনুরোধ করে মমতা আসলে চেয়েছিলেন মুকুল বিরোধী দলনেতা হন’, বিস্ফোরক দাবী করলেন শুভেন্দু

বিরোধী দলনেতা হন মুকুল রায় (Mukul Roy), এমনটাই চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনই বিস্ফোরক দাবী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন যে মমতা এই বিষয়ে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলার অনুরোধও করেছিলেন বলে দাবী শুভেন্দুর।
শুভেন্দু জানান যে একথা তাঁকে খোদ ধনখড়ই জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণের আগেই তৎকালীন রাজ্যপালকে এই অনুরোধ করেছিলেন মমতা। শুভেন্দুর এই দাবীকে কটাক্ষ করে তাঁকে ‘পাগল’ বলে তোপ দাগলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
শুভেন্দু অধিকারী বলেন, “তৎকালীন রাজ্যপালকে বলেছিলেন আপনি দিল্লিকে বোঝান। মুকুল রায়কে বিরোধী দলনেতা করতে হবে। ২০২১ সালের ৫ মে শপথ নিয়েছিলেন মমতা। ৩ তারিখে তিনি রাজ্যপালের কাছে গিয়েছিলেন। তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পরে আমরা কয়েকজন রাজ্যপালের কাছে গিয়েছিলাম। তখনই রাজ্যপাল আমাদের মমতার অনুরোধের কথা বলেন”।
তাঁর এহেন মন্তব্যের পাল্টা কটাক্ষ করেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শুভেন্দুকে চাঁচাছোলা আক্রমণ করে কুণাল বলেন, “এ পাগলের কথা। ১২, ১৪, ২১ ডিসেম্বর। একটা করে পাগলের মতো তারিখ দিয়েছে”।
উল্লেখ্য, বর্তমান রাজ্য-রাজনীতিতে মুকুল রায়ের নামটা খানিকটা ব্রাত্যই হয়ে পড়েছে বলা যায়। তাঁকে নিয়ে রাজনৈতিক মহলে চর্চা হলেও সেভাবে সক্রিয় রাজনীতিতে আর দেখা যায় না মমতার একসময়ের ছায়াসঙ্গী মুকুল রায়কে। এরই মধ্যী তাঁর প্রাক্তন দলের নেতা শুভেন্দুর মুখে ফের একবার তাঁর প্রসঙ্গ উঠে আসায় বেশ জল্পনা শুরু হয়েছে এই নিয়ে। আবার প্রাক্তন রাজ্যপাল ধনখড়ের সঙ্গে যে মমতার একটা শীতল সম্পর্ক ছিল, তা সকলেরই জানা। সেই কারণে শুভেন্দুর এহেন দাবী নিয়ে বেশ প্রশ্নই থেকে গিয়েছে রাজনৈতিক মহলের একাংশে।