এবার ইডি-র স্ক্যানারে আরও এক তৃণমূল বিধায়ক, দুর্নীতির অভিযোগে সাতসকালে কৃষ্ণকল্যাণীর বাড়ি ও অফিসে হানা কেন্দ্রীয় তদন্তকারীদের

এবার র এক তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিল ইডি। আজ, বুধবার সকাল সকাল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তৃণমূল বিধায়ক তথা পিএসসি-র চেয়ারম্যান কৃষ্ণকল্যাণীর বাড়িতে হানা দেয় ইডি। প্রায় দু’ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, এদিন বেশ ভোরেই বিধায়কের বাড়ি ও অফিসে হানা দেয় ইডি।
এদিন যে বিধায়কের বাড়িতে ইডির অভিযান চলবে, সে খবর আগের থেকে ছিল না কৃষ্ণকল্যাণীর কাছে, এমনটাই জানান বিধায়কের আপ্ত সহায়ক। তিনি জানান আচমকাই একদল গোয়েন্দা উপস্থিত হন তৃণমূল নেতার বাড়িতে।
তাঁর কথায়, প্রথমে তারা বুঝতে পারেন নি যে আয়কর দফতরের আধিকারিকরা এসেছেন নাকি অন্য কোনও তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন প্রথমেই সকলের ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারী আধিকারিকরা। এরপর তল্লাশি চলে বিধায়কের বাড়ি ও অফিসে। শোনা যাচ্ছে, আর্থিক হিসেবে গোলমাল ও আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করেই এই ইডি হানা।
এর আগেও কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে দুর্নীতি, আয়কর ফাঁকির অভিযোগ উঠেছে। তিনি বিজেপিতে থাকাকালীন এই অভিযোগে সরব হয়েছিলেন জেলার তৃণমূল নেতা কানাইলাল আগরওয়াল। তিনি জেলাশাসকেরও দ্বারস্থ হয়েছিলেন। পরবর্তীতে তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী।
কানাইলাল আগরওয়ালের আপত্তি থাকা সত্ত্বেও তৃণমূলে যোগ দেন। এরপর আর সেই অভিযোগ নিয়ে সেভাবে আর কিছু হয়নি। তবে গতবছর পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতরির পর কৃষ্ণকল্যাণীকে তলব করেছিল ইডি। একটি টিভি চ্যানেলে বিজ্ঞাপনে অর্থ ব্যয় ও আয়কর ফাঁকি-সহ বহু অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
কৃষ্ণকল্যাণীর এক আত্মীয় জানান, “শুনলাম কাকার বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র। এর আগেও হুমকি দিয়েছে। বিধায়কের কারকাখানায়ও গিয়েছে। প্রায় ২ ঘণ্টা ধরে তল্লাশি চলেছে”।
তৃণমূল বিধায়কের বাড়িতে ইডি-র হানার খবর পেয়ে তাঁর বাড়ির সামনে হাজির হয়েছেন তাঁর অনুগামীরা। তৃণমূল এক কর্মীর কথায়, “উনি জনপ্রিয় বিধায়ক। প্রচুর মানুষ সাহায্যের জন্য এখানে আসেন। ইচ্ছাকৃতভাবে এটা করল। পরশু অভিষেকের সভার পর আর সহ্য করতে পারল না। এখন ইডি লাগিয়ে দিয়েছে”।