বিপুল পদে নিয়োগ করছে এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়া, বার্ষিক বেতন ১৩ লক্ষ টাকা, এখনই জেনে নিন আবেদনের খুঁটিনাটি

বিপুল পদে নিয়োগ চলছে এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়াতে। একাধিক পদে হবে নিয়োগ। এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়া। অনলাইনেই আবেদন করতে পারবেন প্রার্থীরা।
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৩৪২ টি পদে নিয়োগ করা হবে। যার জন্য গত ৫ আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। প্রার্থীরা আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট aai.aero-তে আবেদন করতে পারবেন।
শূন্যপদ
- জুনিয়র অ্যাসিসট্যান্ট (অফিস) – ৯
- সিনিয়র অ্যাসিসট্যান্ট (অ্যাকাউন্টস) – ৯
- জুনিয়র এক্সিকিউটিভ (কমন ক্যাডার) – ২৩৭
- জুনিয়র এক্সিকিউটিভ (ফিন্যান্স) – ৬৬
- জুনিয়র এক্সিকিউটিভ (ফায়ার সার্ভিস) – ৩
- জুনিয়র এক্সিকিউটিভ (ল) – ১৮
বয়সসীমা
জুনিয়র ও সিনিয়র অ্যাসিসট্যান্ট পদের জন্য প্রার্থীর বয়স ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর অনুযায়ী ৩০ বছরের মধ্যে হতে হবে। অন্যদিকে, জুনিয়র এক্সিকিউটিভ পদে আবেদনকারীদের সর্বাধিক বয়স ২৭ বছর হওয়া আবশ্যিক।
যোগ্যতা
- জুনিয়র অ্যাসিসট্যান্ট (অফিস) – স্নাতক
- সিনিয়র অ্যাসিসট্যান্ট (অ্যাকাউন্টস) – স্নাতক (বিকম পাশ করলে অগ্রাধিকার দেওয়া হবে)। এর সঙ্গে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরির ক্ষেত্রে ২ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
- জুনিয়র এক্সিকিউটিভ (কমন ক্যাডার) – স্নাতক
- জুনিয়র এক্সিকিউটিভ (ফিনান্স)- বিকমের সঙ্গে আইসিডাব্লুএ/সিএ/এমবিএ দু’বছরের কোর্স, ফিনান্সে বিশেষ পারদর্শী হতে হবে।
- জুনিয়র এক্সিকিউটিভ (ফায়ার সার্ভিস)- ইঞ্জিনিয়ারিং/প্রযুক্তিতে ব্যাচেলর ডিগ্রি
- জুনিয়র এক্সিকিউটিভ (আইন) – আইনে প্রফেশনাল ডিগ্রি (স্নাতকের পর তিন বছরের রেগুলার কোর্স) অথবা (দ্বাদশ শ্রেণির পর পাঁচ বছরের ইন্টগ্রেটেড রেগুলার কোর্স)। এছাড়াও বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে নথিভুক্ত থাকা অ্যাডভোকেট আবেদন জানাতে পারবেন।
আবেদন ফি
সাধারণ বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে ১০০০ টাকা জমা দিতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।
বেতন
জুনিয়র এগজিকিউটিভ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের আনুমানিক বার্ষিক বেতন হবে যথাক্রমে ১৩ লক্ষ টাকা, ১১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ১০ লক্ষ টাকা।
নির্বাচন প্রক্রিয়া
প্রাথমিকভাবে যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হবে। এরপর অনলাইন পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিতে হবে। এছাড়াও নথি যাচাইকরণ, কম্পিউটার লিটারেসি টেস্ট/ শারীরিক পরিমাপের পরীক্ষা/ শারীরিক সক্ষমতার পরীক্ষাও নেওয়া হবে। ওয়েবসাইটে পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট aai.aero-তে আবেদন করতে হবে।