কর্মক্ষেত্র

বড় সুযোগ! এবার মাধ্যমিক পাশ করলেই মিলবে মহাকাশ গবেষণা সংস্থায় চাকরি, মোটা বেতনের চাকরির সুযোগ দিচ্ছে ISRO

কিছুদিন আগেই চাঁদে পাড়ি দিয়েছে ইসরোর চন্দ্রযান ৩। দেশের এই মহাকাশ গবেষণা কেন্দ্রে চাকরির স্বপ্ন অনেকেরই থাকে। এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। নিয়োগ করছে ISRO। সেই নিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

দেশের মহাকাশ গবেষণা সংস্থাতে এবার মিলবে কাজের সুযোগ। সেই প্রেক্ষিতে সম্প্রতি ইসরোর ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইসরোর তরফে জানানো হয়েছে, টেকনিশিয়ান বি এবং ড্রাফটসম্যান বি পদের জন্য নিয়োগ করা হবে। গত ২ আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আগামী ২১ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীরা ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট isro.gov.in-তে আবেদন করতে পারবেন।

শূন্যপদ

সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট 35 টি শূন্যপদের মধ্যে 34 টি টেকনিশিয়ান বি এবং একটি ড্রাফটসম্যান বি পদে নিয়োগ করা হবে।

বয়সসীমা

১৮ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীদের।

যোগ্যতা

একটি স্বীকৃত বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে দশম শ্রেণি পাশ করতে হবে আবেদনকারীদের। এর পাশাপাশি প্রাসঙ্গিত ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

বেতন

লেভেল ৩ হিসাবে টেকনিশিয়ান-বি-এর বেতন হল ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা। একইভাবে ড্রাফটম্যান-বি পদে নিযুক্ত হলে প্রার্থীরা পাবেন ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা। অন্যদিকে, লেভেল-04-এর অধীনে রেডিওগ্রাফার-এ পদে বেতন হবে ২৫,০০০ থেকে ৮১,১০০ টাকা।

আবেদন ফি

সকল প্রার্থীদের আবেদন ফি দিতে হবে ৫০০ টাকা। যাদের আবেদন ফি থেকে অব্যাহতি রয়েছে তাদের ১০০ টাকা জমা রেখে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি

সংশ্লিষ্ট পদগুলির জন্য প্রার্থীদের দুটি পর্যায়ে নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট। ৯০ মিনিটের লিখিত পরীক্ষা হবে। যেখানে ৮০ টি মাল্টিপেল চয়েস প্রশ্নে এক নম্বর করে থাকবে । সঙ্গে প্রতিটি প্রশ্নের জন্য ০.৩৩ নেগেটিভ নম্বর থাকবে। লিখিত পরীক্ষায় পাশ করলে ১:৫ অনুপাতে স্কিল টেস্টের জন্য নির্বাচিত হবেন প্রার্থীরা।

কীভাবে আবেদন করতে হবে

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটgov.in-তে যেতে হবে।
  • ‘ক্লিক হেয়ার টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন’ লিঙ্কে ক্লিক করতে হবে।
  • পোর্টালে রেজিস্টার করতে হবে, লগ ইন করতে হবে এবং প্রার্থীর বিবরণী দিয়ে ফর্ম জমা দিতে হবে।
  • পেমেন্ট জমা দিতে হবে।
  • ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট রেখে দিতে হবে।
Back to top button
%d bloggers like this: