আজও গোটা দিন চলবে লাগাতার বৃষ্টি, এক ধাক্কায় রাজ্যের তাপমাত্রা অনেকটাই নামবে

সপ্তাহের শুরুটাই হয়েছে বৃষ্টি দিয়েই। গতকাল, সোমবার গোটা দিনই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। কখনও ঝিরিঝিরি তো কখনও আবার ঝেঁপে বৃষ্টির জেরে ভিজেছে শহর। আজ, মঙ্গলবারও সারাদিনই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আর এর জেরে তাপমাত্রা প্রায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
কী অবস্থান মৌসুমি অক্ষরেখার?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে ভাগলপুর-মালদহের ওপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে নতুন করে। সব মিলিয়েই এখন বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়।
আজ, মঙ্গলবার সকাল থেকেই কলকাতার মেঘলা আকাশ। ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। এদিন গোটা দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মহানগরে। এর তাপমাত্রাও কিছুটা কমবে। আজ, মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ থেকে ৯৭ শতাংশ। ১৫.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
দক্ষিণবঙ্গের কোথায় কোথায় হবে বৃষ্টি?
হাওয়া অফিসের পূর্বাভাস, আজ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যু-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামীকাল, বুধবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে মঙ্গলবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
কেমন আবহাওয়া উত্তরবঙ্গের?
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।