কর্মক্ষেত্র

বেতন বছরে ৭.৪ কোটি টাকা, নিয়োগের দারুণ সুযোগ দিচ্ছে Netflix, ঘরে বসে চাকরির জন্য এখনই আবেদন করুন

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবার চাকরির নিয়োগের ক্ষেত্রে দারুণ সুযোগ দিচ্ছে। নেটফ্লিক্সের তরফে চলছে কর্মী নিয়োগ। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জ্ঞান রয়েছে, এমন প্রার্থীকে নিয়োগ করছে নেটফ্লিক্স। এর জন্য বার্ষিক বেতন ৭ কোটি টাকারও বেশি।

বর্তমানে স্বাস্থ্য, অর্থনীতি সহ সরকারি, বেসরকারি কোম্পানির যাবতীয় পেশাদারিত্ব নানান ক্ষেত্রেই থাবা বসিয়েছে এআই। বিশ্বের তাবড় বিশেষজ্ঞরা এআই-কে কাজে লাগাতে শুরু করেছে। এবার সেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রোডাক্ট ম্যানেজার পদেই নিয়োগ করতে চলেছে নেটফ্লিক্স।

কোন পদে নিয়োগ করা হবে?

নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রোডাক্ট ম্যানেজার- মেশিন লার্নিং প্ল্যাটফর্ম’ পদে নিয়োগ করা হবে। জানা গিয়েছে, সংস্থার সদর দফতরে ক্যালিফোর্নিয়ার লস গ্যাটোসে কিংবা ওয়েস্ট কোস্টে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

বেতন

নিযুক্ত প্রার্থীদের অফিসে কিংবা বাড়ি থেকে কাজের সুযোগ রয়েছে। এর জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ৭.৪ কোটি টাকা পর্যন্ত বেতন দেওয়ার ঘোষণা করেছে নেটফ্লিক্স। বর্তমানে এই পদের জন্য নেটফ্লিক্সের ওয়েবসাইটে চলছে আবেদন প্রক্রিয়া। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীর যোগ্যতা সহ এআই এবং নেটফ্লিক্সের ব্য়বসার রাজনীতির বিষয়ে জ্ঞান থাকা জরুরি।

নেটফ্লিক্সের গেম স্টুডিয়োতেও চলছে নিয়োগ

এর পাশাপাশি নেটফ্লিক্সের গেম স্টুডিয়োতে টেকনিক্যাল ডিরেক্টরের পদেও নিয়োগ করা হবে। এর জন্য বার্ষিক সাড়ে ৬ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা বেতন দেওয়া হবে কর্মীদের। এই পদের জন্যও আবেদনকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞান থাকা জরুরি।

কী জানাচ্ছে নেটফ্লিক্স?

সংশ্লিষ্ট পদের বিষয়ে নেটফ্লিক্সের ওয়েবসাইটে জানানো হয়েছে, “১৯০টি দেশে আমাদের ২৩০ মিলিয়ন সদস্য রয়েছে। আগামী দিনে বিশ্বের বিনোদন জগতে উজ্জ্বল মুখ হওয়ার ধারাবাহিকতা বজায় রাখছে নেটফ্লিক্স। ব্যবসার সামগ্রিক ক্ষেত্রে মেশিন লার্নিং বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আরও কাজে লাগানো হবে। তাই কনটেন্ট কেনা এবং তৈরি, গ্রাহকদের সঠিক টাইটেল বাছাই, পেমেন্ট প্রক্রিয়া নির্বাচন এবং অন্যান্য রেভিনিউ সংক্রান্ত বিষয়ে সাহায্য করতে হবে”।

Back to top button
%d bloggers like this: