প্রযুক্তি
দীর্ঘ অপেক্ষার অবসান! অবশেষে বাজারে এল Moto G14, দাম একেবারে সাধ্যের মধ্যেই, জেনে নিন ফোনের খুঁটিনাটি

Motorola ব্র্যান্ড নিয়ে আলাদা করে কিছু বলার নেই। সবসময়ই মানুষের সাধ্যের মধ্যেই নানান ফোন এনেছে এই কোম্পানি। বেশ অনেকদিন ধরেই এই ব্র্যান্ডের Moto G14 মডেল নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল। এবার অবশেষে গতকাল অর্থাৎ ১লা জুলাই লঞ্চ হয়েছে Moto G14। লঞ্চের আগেই এই ফোনের দাম ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। খুবই কম দামে সকলের সাধ্যের মধ্যেই এবার বাজারে এল Moto G14।
Moto G14 ফোনের ফিচার্সঃ
- Motorola ব্র্যান্ডের এই স্মার্টফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
- Moto G14 ফোনে Unisock T616 অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
- এই ফোনে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ (UFS 2.2) থাকবে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
- ফোনটিতে একটি ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি পাওয়া যাবে, যা 20 W টার্বোপাওয়ার সাপোর্ট করবে।
- রয়েছে ডলবি অ্যাটমোসের সাপোর্ট। অডিওর জন্য দেওয়া হয়েছে স্টেরিও স্পিকার।
- Moto G14 স্মার্টফোনটি Android 13 এ কাজ করবে। দাবী করা হয়েছে, এই ফোনটি Android 14 আপগ্রেড পাবে।
- ফোনের পিছনের প্যানেলে একটি ৫০ মেগাপিক্সেল কোয়াড পিক্সেল ক্যামেরা সিস্টেম পাওয়া যাবে।
- সিকিওরিটির জন্য, ফোনের পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটিতে ফেস আনলক সাপোর্ট করবে।
- এছাড়াও এই ফোনটিতে তিন বছরের জন্য সিকিওরিটি আপগ্রেড দেওয়া হবে।
Moto G14 দাম কত হতে পারে?
এই স্মার্টফোনের দাম ১০,০০০ থেকে ১১,০০০ টাকার মধ্যে হতে পারে। ভারতে Moto G13-এর বর্তমান দাম ৯,৯৯৯ টাকা। সেই অনুযায়ী Moto G14-এর দামও এরকমই রাখা হবে বলেই মনে করা হচ্ছে।