কর্মক্ষেত্র

রাজ্য সরকারি চাকরি খুঁজছেন? পশ্চিমবঙ্গের এই জেলাতেই চলছে বিপুল নিয়োগ, দেরি না করে এখনই আবেদন করুন

রাজ্য সরকারি চাকরি করার স্বপ্ন দেখেন অনেকেই। এবার তাদের জন্য এল বড় সুযোগ। নানান সময়ই রাজ্যের নানান জেলায় প্রশাসনিক স্তরে নিয়োগ করা হয়ে থাকে। এবার নিয়োগ চলছে দক্ষিণ ২৪ পরগণা জেলায়। এই নিয়ে ওই জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফলাইনেই আবেদন করতে হবে প্রার্থীদের।

কোন পদে চলছে নিয়োগ?

দক্ষিণ ২৪ পরগনা জেলার ‘অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসার’-এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আপার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগ চলছে। অফলাইনে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদন জানাতে হবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। আবেদনের সময়সীমার কোনও বদল ঘটলে, তা ওয়েবসাইটেই জানিয়ে দেওয়া হবে।

যোগ্যতা

প্রার্থীদের এস্টাব্লিশমেন্ট, অ্যাকাউন্ট এবং অডিটের বিষয়ে পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারের দক্ষতা থাকা প্রয়োজন। যোগ্যতার বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তি দেখুন।

বয়সসীমা

এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

কাজের মেয়াদ

প্রাথমিকভাবে এক বছরের জন্য প্রার্থীদের নিয়োগ হবে। পরে কাজের ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়তে পারে।

আবেদন প্রক্রিয়া

  • প্রথমেegiyebangla.gov.in এবং https://s24pgs.gov.in- এই ওয়েবসাইটে যান।
  • হোমপেজ থেকে নোটিশে গিয়ে ‘রিক্রুটমেন্ট’ অপশনে ক্লিক করুন।
  • সেখানে এই চাকরি নিয়ে বিজ্ঞপ্তিটি দেখা যাবে।
  • আবেদনপত্র ডাউনলোড করুন।
  • দক্ষিণ 24 পরগণার ডিসট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসারের কাছে এরপর নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র জমা দিন।
  • আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট মাপের রঙিন ছবি ও অন্যান্য স্বপ্রত্যয়িত নথিপত্র দিন।
Back to top button
%d bloggers like this: