বদ্ধ ঘরে মহিলার সঙ্গে অ’ন্ত’র’ঙ্গ অবস্থায় বিজেপি নেতা, ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল, অস্বস্তিতে গেরুয়া শিবির

ভাইরাল হল বিজেপি নেতার আপত্তিকর ভিডিও। এর জেরে তুমুল শোরগোল পড়েছে এলাকায়। তবে বিজেপি নেতার দাবী, এই ভিডিওটি এডিটেড। তাঁর অভিযোগ, তাঁকে বদনাম করার উদ্দেশেই বানানো হয়েছে এই ভিডিও। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে।
বিতর্কে জড়ানো এই বিজেপি নেতার নাম অজিত রায়। তিনি বিজেপির ময়নাগুড়ির দক্ষিণের মণ্ডল সভাপতি। পেশায় আবার তিনি প্রাথমিক শিক্ষক। আর তাঁরই এহেন ভিডিও ভাইরাল হওয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু হয়েছে।
এই ভিডিওতে ওই বিজেপি নেতাকে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭। তবে এই ভিডিও ইতিমধ্যেই ওই এলাকার মানুষদের ফোনে ফোনে ঘুরছে। বিজেপি জেলা নেতৃত্বের তরফে এই ভিডিও প্রসঙ্গে কোনও মন্তব্য করা হয়নি।
কী জানাচ্ছেন বিজেপি নেতা?
বিজেপি নেতা অজিত রায়ের কথায়, “এটা এডিটেড ভিডিও। এই কাজ সম্পূর্ণভাবে বিরোধী শিবিরের চক্রান্ত। আমি যেহেতু বিজেপির একটি গুরুত্বপূর্ণ পদে আছি, তাই আমার বদনাম করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভিডিও বানিয়ে বাজারে ভাইরাল করা হয়েছে”।
তিনি জানিয়েছেন যে এই বিষয়ে তিনি উচ্চ নেতৃত্বকে জানাবেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সে বিষয়ে অবশ্য কিছু জানান নি বিজেপি নেতা।