ভাইরাল

মালাবদলের ঠিক আগেই বরের মনে পড়ল তার আগেও একবার বিয়ে হয়েছে, সঙ্গে সঙ্গে বউকে ফেলে বাইক নিয়ে ছুট যুবকের

ইদানিং সোশ্যাল মিডিয়ার দৌলতে কত ধরণের কত ঘটনার কথা সামনে আসে। নানান বিয়ে বাড়িতে ঘটে যাওয়া নানান ঘটনাও জানা যায়। কোথাও পণের দাবীতে ভেঙে দেওয়া বিয়ে তো কোথাও আবার বর ও কনেপক্ষের মাঝে ঝামেলার জেরে ভেস্তে যায় বিয়ে। তবে এবার ঘটল এক অন্য ঘটনা।

ধূমধাম করে বিয়ের আয়োজন হয়েছিল। সকলেই আনন্দের মুডে। কিন্তু হঠাৎই গোটা বিয়েবাড়িতে নেমে আসে বিষণ্ণতা। মালাবদলের জন্য বর ও কনে মুখোমুখি দাঁড়াতেই বরের মনে পড়ে যে তাঁর আগেও একবার বিয়ে হয়েছে। আর এরপরই কনেকে ছেড়ে পালায় সে।

কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিধি জেলায়। কিছুদিন আগে ডোল কোঠারেতে এক যুবতীর বিয়ে ঠিক হয় মাসুরিহা গ্রামের বাসিন্দা এক যুবকের সঙ্গে। দু’পক্ষের সম্মতিতে বিয়ের আয়োজন শুরু হয়। বিয়ের সবরকম নিয়ম কানুনও সময়মত পালন করা হয়। বিয়ের দিন যথাসময়ে বরযাত্রী নিয়ে হাজির হন বর। কনের পাশে বিয়ের মণ্ডপেও বসে বর। কিন্তু হঠাৎই ছন্দপতন।

মালাবদলের ঠিক আগের মুহূর্তেই সকলের চোখের আড়ালে উধাও হয়ে যায় বর। অনেক খোঁজাখুজি করা হয় তাকে। কিন্তু বরের হদিশ মেলে না। বরকে খুঁজে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ে পাত্রীপক্ষ। কিছুক্ষণ বাদে জানা যায়, বাইক চেপে বাড়ি চলে গিয়েছেন বর। আর ফেরেন নি।

কেন এমন করলেন ওই যুবক?

কনের পরিবারের দাবী, ওই যুবক আগেই কোর্টে গিয়ে অন্য একজনকে বিয়ে করেছিল। কিন্তু বাড়িতে বাবার চাপে পড়ে ফের দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসে সে। তবে শেষ পর্যন্ত বিয়েটা করতে পারে নি। মালাবদলের আগেই তাই পালিয়েছে সে।

এহেন ঘটনায় চরম অস্বস্তিতে পড়ে যায় কনেপক্ষ। বরপক্ষের সঙ্গে তুমুল বচসা বাঁধে তাদের। পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে। তবে বর আর শেষ পর্যন্ত মণ্ডপে ফেরে নি। বিয়েটা ভেঙে যায়।

Back to top button
%d bloggers like this: