বিপুল পদে নিয়োগ চলছে SSC-তে, আবেদনের শেষ তারিখ আজই, এখনই জেনে নিন আবেদনের খুঁটিনাটি

কেন্দ্রীয় সরকারি চাকরি করার স্বপ্ন অনেকেই দেখেন। এবার তাদের স্বপ্ন পূরণ করবে স্টাফ সিলেকশন কমিশন। বিপুল পদে নিয়োগ চলছে এসএসসি-তে। অনলাইনেই আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করবে এসএসসি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে সিভিল, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জুনিয়ার ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। যার জন্য আবেদন প্রক্রিয়া গত ২৬ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে। আজ, ১৬ অগস্ট পর্যন্ত প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। এরপর আবেদনপত্র সংশোধন করতে পারবেন ১৭ ও ১৮ অগস্ট। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-তে আবেদন করতে হবে।
শূন্যপদ
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মোট ১,৩২৪ পদে নিয়োগ করা হবে।
যোগ্যতা
সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং কোয়ানটিটি সার্ভেইং অ্যান্ড কনট্র্যাক্ট বিভাগে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আবেদনকারীদের বিই/বিটেক পাশ করতে হবে। অথবা থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।
বয়সসীমা
পদের বিভাগ অনুযায়ী বয়সসীমা ভিন্ন রয়েছে। তবে প্রতিটি বিভাগেই প্রার্থীদের ১৮-৩২ বছরের মধ্যে বয়স হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
আবেদন ফি
সাধারণ বিভাগের প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে এসসি, এসটি সহ অন্যান্য প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।
নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে অনলাইনে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিতে হবে। এরপর সেই পরীক্ষায় পাশ করলে বর্ণনামূলক পরীক্ষা এবং পরবর্তী পর্যায়ে নথি যাচাই করা হবে। সেক্ষেত্রে আবেদনকারীদের অনলাইনে পরীক্ষা হবে ৯, ১০ ও ১১ অক্টোবর।
কীভাবে আবেদন করবেন
- এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটnic.in -তে যেতে হবে।
- হোমপেজে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করতে হবে।
- এবার একটি নতুন লগ ইন পেজ খুলে যাবে।
- আবেদনকারীর নাম রেজিস্টার করতে হবে।
- এবার আবেদনপত্র পূরণ করুন
- আবেদন ফি এবং আবেদনপত্র জমা দিতে হবে।