লাইফ স্টাইল

বর্ষবরণের রাতে বিরিয়ানিকে সমানে-সমানে টেক্কা ক’ন্ডো’মের! অর্ডারের হিসেবে আসল ‘বাদশা’র শিরোপা পেল কে?

বর্ষশেষে আনন্দ উদযাপনে মেতে ওঠেন সকলেই। এর জন্য খরচাও করেন লোকজন। সুইগি, জোম্যাটো, ব্লিনকিটের মতো অনলাইন ডেলিভারি সংস্থাগুলি অর্ডারের বহর জানলে অবাক হতেই হবে। প্রত্যাশিতভাবেই বিরিয়ানি, কাবাবের মতো সুস্বাদু খাবারের বিপুল চাহিদা ছিল। গতকাল, বর্ষবরণের দিন ১ লক্ষ লিটার সোডা অর্ডার হয়েছে। কিন্তু বর্ষশেষে ক’ন্ডো’মের চাহিদাও ছিল তুঙ্গে। ব্লিনকিট এদিন মোট ৩৩ হাজার ৪০০ প্যাকেট ক’ন্ডো’ম ডেলিভারি করেছে।

পিটিআই একটি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, গত শনিবার দেশজুড়ে ৩.৫ লাখ বিরিয়ানির ডেলিভারি দিয়েছে সুইগি। শুধু তাই নয়, ২.৫ লাখের বেশি পিৎজারও ডেলিভারি দিয়েছে। পিটিআইকে সুইগির এক সূত্র বলেছেন, ‘বিরিয়ানির জন্য ৩.৫ লাখ অর্ডার এসেছিল। যা (বর্ষবরণের রাতে) অন্যতম বেশি ডেলিভারি দেওয়া খাবার ছিল।

ফুড ডেলিভারি অ্যাপ সংস্থার তরফে জানানো হয়েছে যে টুইটারে সূত্রে জানানো হয়েছে যে বর্ষবরণের রাতে হায়দ্রাবাদি বিরিয়ানির জন্য ৭৫.৪ শতাংশ অর্ডার এসেছিল। তারপর তালিকায় ছিল লখনউয়ের বিরিয়ানি (১৪.২ শতাংশ) এবং কলকাতা বিরিয়ানি (১০.৪ শতাংশ)।

২০২২ সালের শেষদিনে ক’ন্ডো’মের চাহিদাও নেহাত কম ছিল না। সুইগির মুদিখানা সামগ্রী ডেলিভারি সংস্থা সুইগি ইনস্টামার্টের তথ্য অনুযায়ী, ডুরেক্স ক’ন্ডো’মের ২,৭৫৭ টি প্যাকেটের ডেলিভারি করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে সংস্থার তরফে মজা করে আরও ৪,২১২ টি প্যাকেট অর্ডার দেওয়ার আর্জি জানানো হয়েছিল।

প্রসঙ্গত, বর্ষশেষের রাতে ভারতে খাবার সরবরাহে জনপ্রিয় সংস্থা জোম্যাটোর কর্ণধার দীপিন্দর গোয়েল নিজেই গ্রাহককে খাবার পৌঁছে দিয়েছেন। ৩১ ডিসেম্বর রাতে সংস্থার লাল রঙের চেনা পোশাকে দেখা গিয়েছে তাঁকে। খাবার ডেলিভারি করতে যাওয়ার ছবি টুইট করেন তিনি।

Back to top button
%d