বিনোদন

নতুন বছরে বড় চমক! ফের ব্যাট হাতে জার্সি গায়ে মাঠে নামছেন ‘দাদা’, নিজেই ঘোষণা করলেন সৌরভ

নতুন বছরে নিজের ভক্তদের বড় চমক দিলেন ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন সৌরভ। আর সেই ভিডিও দেখেই বারল জল্পনা। সেই ভিডিও থেকে উঠে এসেছে অনেক প্রশ্ন।

এই ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতের জার্সি গায়ে ফের মাঠে নেমেছেন মহারাজ। আর ভিডিও-র শেষে লেখা, “শীঘ্রই আসছে”। এই ভিডিও দেখে অনেকেই অনুমান করেছেন যে সৌরভের বায়োপিককে কেন্দ্র করেই এই পোস্ট করা হয়েছে। কারণ এই ভিডিও যে আলাদাভাবে শুট করা, তা বেশ স্পষ্ট। সৌরভের বায়োপিকে কী সৌরভকেই দেখা যেতে চলেছে, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

 

View this post on Instagram

 

A post shared by SOURAV GANGULY (@souravganguly)

কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে সৌরভের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করবেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এরপরই বলিউডে শুরু হয় নয়া গুঞ্জন। শোনা গিয়েছে, পরিচালক আর বাল্কি তাঁর আগামী ছবির প্রি প্রোডাকশন শুরু করেছেন। আর তাঁর সেই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন একজন বাঁ হাতি ব্যাটসম্যান। সেই চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন।

আর বাল্কির সেই ছবি ক্রিকেটকে কেন্দ্র করেই। সেই কারণেই শুরু হয় জল্পনা। কারণ সৌরভও বাঁ হাতি ব্যাটসম্যান। আর এই জল্পনা যদি সত্যি হয়, তাহলে সৌরভের বায়োপিকে তাঁর ভূমিকায় দেখা মিলবে অভিষেক বচ্চনের। জানা গিয়েছে, আর বাল্কির এই ছবিতে নানান ক্রিকেটাররাও অভিনয় করছেন। সেই কারণেই জল্পনা তৈরি হয়েছে ‘দাদা’ নিজেও কী থাকছেন এই ছবিতে?

তবে খেলার মাঠের ভেতরে হোক বাইরে, সকলের ‘দাদা’ একমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ই। ভারতীয় ক্রিকেট টিমকে ভরাডুবি থেকে তিনিই বাঁচিয়েছিলেন। নুইয়ে পড়া এক দলকে ফের মাথা উঁচু করে দাঁড় করানোর কৃতিত্ব কিন্তু মহারাজেরই। ফের একবার বিদেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দলকে ফের ফেরানোর প্রয়াস ছিল তাঁরই।

লর্ডসের ব্যালকনি থেকে জার্সি ওড়ানো থেকে বলের গায়ে ব্যাট ঠেকিয়ে বিরোধীকে ‘বাপি বাড়ি যা’ বলার মাধ্যমেই দেশবাসীর মনে ফের ভারতীয় ক্রিকেটকে নিয়ে স্বপ্ন বোনার কাজ করেন সৌরভই। ক্ষতবিক্ষত কেরিয়ারের মোড়া সেই তরুণের গল্পই এবার দেখা যাবে বড় পর্দায়। গত সেপ্টেম্বরেই প্রযোজনা সংস্থা লভ ফিল্মসের সঙ্গে বায়োপিকের চুক্তি সাক্ষর করেছেন সৌরভ। এবার দেখার পালা শেষ পর্যন্ত কাকে দেখা যাবে সৌরভের ভূমিকায়!

Back to top button
%d bloggers like this: