ত্রিপুরা-নাগাল্যান্ডে গেরুয়া ঝড়, মেঘালয়তেও জোর টক্কর বিজেপির, উত্তর-পূর্বের তিন রাজ্যেই জামানত জব্দ হওয়ার আশঙ্কা তৃণমূলের

উত্তর-পূর্বের তিন রাজ্য অর্থাৎ ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এদিন সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। তিন রাজ্যের ভোটের ফলাফল নিয়ে বেশ উত্তেজিত দেশবাসী। এই ভোটের ফলাফল আগামী বছর লোকসভা নির্বাচনের পাথেয় হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ট্রেন্ড অনুযায়ী, ত্রিপুরাতে এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিজেপি। সেখানে ৩১টি আসনে এগিয়ে গেরুয়া শিবির। সুতরাং, উত্তর-পূর্বের এই রাজ্যে যে ফের বিজেপিই ক্ষমতা গড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে, এই রাজ্যে খাতাও খুলতে পারে নি তৃণমূল। এখনও পর্যন্ত গণনা অনুযায়ী, একটিও আসন জোটে নি তৃণমূলের কপালে।
মেঘালয়তে ২৫টি আসনে এগিয়ে ন্যাশানাল পিপলস পার্টি বা এনপিপি। এই রাজ্যে প্রথমের দিকে তৃণমূল বেশ ভালোই টক্কর দিলেও আপাতত ভোট গণনা অনুযায়ী, মেঘালয়তে তৃণমূলের ঝুলিতে রয়েছে ৪টি আসন। অন্যদিকে, বিজেপি এই রাজ্যে প্রথমের দিকে থিতু হয়ে পড়লেও শেষ পাওয়া খবর অনুযায়ী বিজেপির আপাতত সে রাজ্যে এগিয়ে ৭টি আসনে। কংগ্রেস জোটের অবস্থা বেশ খারাপ এই রাজ্যে।
এদিকে, নাগাল্যান্ডে ৩৮টি আসনে এগিয়ে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি বা এনডিপিপি ও বিজেপি জোট। অন্যদিকে কংগ্রেসের ঝুলিতে আপাতত রয়েছে ২টি আসন। অর্থাৎ এই রাজ্যেও যে বিজেপি জোটই সরকার গড়তে চলেছে, তা বেশ স্পষ্ট।