ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি

RBI ইনোভেশন হাবের সঙ্গে মিলে নয়া উদ্যোগ, ফ্রিকশনলেস ক্রেডিটের মাধ্যমে কিষান ক্রেডিট কার্ড ও MSME ঋণ চালু করল Axis Bank

ভারতের অন্যতম বৃহত্তম বেসরকারী ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক গতকাল, বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাবের সঙ্গে যুক্ত হয়ে পাবলিক টেক প্ল্যাটফর্ম ফর ফ্রিকশনলেস ক্রেডিট দ্বারা চালিত দুটি ঋণপ্রদানের পণ্য লঞ্চ করার ঘোষণা করেছে। এটি সম্পূর্ণভাবে আরবিআই-এর মালিকানাধীন সহায়ক সংস্থা।  

এই উদ্যোগের ফলে ছোটো ব্যবসার গ্রাহকদের কিসান ক্রেডিট কার্ড এবং অসুরক্ষিত MSME ঋণ অফার করবে অ্যাক্সিস ব্যাঙ্ক। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অফার করা হবে উভয় পণ্য। আর এর জন্য গ্রাহকদের কোনও নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। একজন পাইলট হিসেবে, মধ্যপ্রদেশে কিষান ক্রেডিট কার্ড দেওয়া হবে আর গ্রাহকরা ১.৬ লক্ষ টাকা থেকে ঋণ নিতে পারবেন এই উদ্যোগের ফলে। সারা দেশেই উপলব্ধ হবে এই MSME ঋণ আর গ্রাহকরা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।  

সম্পূর্ণ নিরাপদ পদ্ধতিতে গ্রাহকদের ডেটা অ্যাক্সেস করার জন্য PTPFC-এর সুবিধা দেবে অ্যাক্সিস ব্যাঙ্ক। এই সমস্ত সুবিধার মধ্যে রয়েছে প্যান যাচাইকরণ, আধার ইকেওয়াইসি, অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর ডেটা, জমির রেকর্ড যাচাইকরণ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে বৈধ করার জন্য পেনি ড্রপ পরিষেবা। গ্রাহকদের দেওয়া যে সমস্ত ডেটা সরাসরি প্রমাণীকৃত উৎস থেকে আসবে, সেই সমস্ত গ্রাহকদের বেশি দ্রুত ও ভালো ক্রেডিট পরিষেবা দিতে সক্ষম হবে ব্যাঙ্ক।

এই উদ্যোগের জেরে আক্সিস ব্যাঙ্কের বিদ্যমান পণ্যগুলির স্কেল প্রসারিত হবে ও একটি ক্যালিব্রেটেড পদ্ধতিতে প্ল্যাটফর্মে নতুন পণ্য চালু করা হবে ব্যাঙ্কের তরফে। যাত্রার মাধ্যমে গ্রাহকদের সর্বাধিক নাগাল এবং সহায়তা সক্ষম করতে পণ্যগুলি স্ব-পরিষেবা এবং সহায়তা উভয় মোডে উপলব্ধ হবে।

আক্সিস ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রাজীব আনন্দ এই বিষয়ে বলেন, “আক্সিস ব্যাঙ্ক ওপেন ব্যাঙ্কিংয়ের শক্তিতে বিশ্বাস করে। আমরা ক্রমাগত ডিজিটাল-প্রথম পণ্যগুলিতে বিনিয়োগ করে চলেছি যা গ্রাহকের প্রস্তাবগুলিকে পুনরায় চিন্তাভাবনা করে। আমরা ইউপিআই, অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর ইকোসিস্টেম, ভিডিও কেওয়াইসি ইত্যাদির মতো অনেক উদ্ভাবনী প্রযুক্তি কাঠামোর প্রাথমিকভাবে গ্রহণকারী হয়েছি ও RBIH-এর ফ্রিকশনলেস ক্রেডিট উদ্যোগের জন্য পাবলিক টেক প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে, কিষাণ ক্রেডিট কার্ড এবং MSME ঋণ চালু করতে আগ্রহী। এই প্ল্যাটফর্মটি ব্যয় হ্রাস, দ্রুত বিতরণ এবং মাপযোগ্যতার পরিপ্রেক্ষিতে ঋণ প্রদান প্রক্রিয়ায় দক্ষতা আনবে। ক্রেডিট কার্ড ব্যবস্থাকে প্রসারিত করে ভারতে অর্থপূর্ণ প্রবৃদ্ধি চালিত হতে পারে। লক্ষ লক্ষ ভারতীয়দের আর্থিক স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সহায়তার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পেরে আমরা খুব খুশি”।

Back to top button
%d bloggers like this: