প্রযুক্তি

Ather 450S vs. Ola S1X! দুই জনপ্রিয় ইলেকট্রিক স্কুটারের মধ্যে কোনটির কত মাইলেজ, দামই বা কত? কেনার আগে জেনে নিন খুঁটিনাটি

স্বাধীনতা দিবসে খুব কম দামে ইলেকট্রিক স্কুটার এনে সকলকে চমকে দিয়েছে ওলা। এদিন তিনটি স্কুটার লঞ্চ করেছে সংস্থা যার মধ্যে একটি হল Ola S1X। এই ই-স্কুটার লঞ্চ হয়েছে দুটি ভ্যারিয়েন্টে একটি ২ kwh ব্যাটারি প্যাক ও অন্যটি ৩ kwh ব্যাটারি প্যাক।

অন্যদিকে আবার ওলাকে টক্কর দেওয়ার জন্য সবসময় তৈরি এথারও। এই কোম্পানির Ather 450S ইলেকট্রিক স্কুটারটি বেশ সাড়া ফেলেছে গ্রাহকদের মধ্যে। এক ঝলকে একবার দেখে নেওয়া যাক, এই দুই ইলেকট্রিক স্কুটারের মধ্যে কার রেঞ্জ বেশি ও কার দামই বা কত!

Ather 450S-এর নানান ফিচার্স

সদ্য লঞ্চ হওয়া Ather 450S এ রয়েছে ২.৯ kwh ব্যাটারি প্যাক সঙ্গে ৫.৪ kw ক্ষমতা সম্পন্ন মোটর। যা ফুল চার্জে ১১৫ কিলোমিটার রেঞ্জ দাবি করে। এই স্কুটার ০ থেকে ৪০ কিমি গতি স্পর্শ করতে সময় নেয় 3.9 সেকেন্ড। তবে এই স্কুটারের সঙ্গে আরও একটি স্কুটার Ather 450X লঞ্চ করেছে আথার। যেখানে ০-৪০ কিমি গতি মাত্র ৩.৩ সেকেন্ডে ছোঁয়া যাবে। পাশাপাশি এতে রেঞ্জ ১৫০ কিলোমিটার। এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে ৭ ইঞ্চি টাচস্ক্রিন, ডিপভিউ ডিজিটাল ক্লাস্টার, স্মার্টফোন কানেকশন, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং LED লাইটিং।

Ola S1X-এর নানান ফিচার্স

Ola S1X এর দুটি ভেরিয়েন্ট রয়েছে একটি ২ kwh আরেকটি ৩ kwh। দ্বিতীয় ভেরিয়েন্টে ফুল চার্জে ১৫২ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। স্কুটারের সর্বোচ্চ গতি রয়েছে ৯০ কিমি প্রতি ঘণ্টা। ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে স্কুটারটি ৩.৩ সেকেন্ড সময় নেয়। এতে রয়েছে ৩৪ লিটার স্টোরেজ। স্কুটারে পাবেন ডিজিটাল ইনস্ট্রুমেন্টস ক্লাস্টার, স্মার্টফোন কানেকশন এবং MoveOS4 আপডেট। এ ছাড়া পাওয়া যাবে LED লাইটিং, ডুয়াল টোন কালার ইত্যাদি।

দুটি ই-স্কুটারের দামের তুলনা

২১শে আগস্ট পর্যন্ত Ola S1X 2kwh ব্যাটারি প্যাকের দাম ৭৯,৯৯৯ টাকা। এরপর সেই দাম হয়ে যাবে ৮৯,৯৯৯ টাকা। আর ২১শে আগস্ট পর্যন্ত Ola S1X 3kwh ব্যাটারি প্যাকের দাম ৮৯,৯৯৯ টাকা। এরপর এর দাম গিয়ে দাঁড়াবে ৯৯,৯৯৯ টাকায়। ২১শে অগাস্ট পর্যন্ত Ola S1X+ টপ এন্ড ভেরিয়েন্ট দাম ৯৯,৯৯৯ টাকা। তারপর তা হয়ে যাবে ১,০৯,৯৯৯ টাকা। অন্যদিকে, Ather 450S স্কুটারের দাম যথাক্রমে ১.৩০ লক্ষ টাকা ও ১.৪৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Back to top button
%d bloggers like this: