‘যত বড় প্রধানই হন, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলেই তাড়িয়ে দেব’, হুমকি শওকতের, প্রকাশ্যে ম’দ না খাওয়ারও হুঁশিয়ারি তৃণমূল নেতার

মাঝেমধ্যেই নানান বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। নানান সময় নানান হুঁশিয়ারি বার্তাও শোনা যায় তাঁর মুখে। এবারও এর অন্যথা হল না। সদ্য নির্বাচিত হওয়া পঞ্চায়েত প্রধানদের উদ্দেশে এবার হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। কোনও প্রধান যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তাহলে তাঁকে তাড়িয়ে দেওয়ার হুমকিও শানালেন তিনি।
গতকাল, বৃহস্পতিবার বিকেলে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে নবনির্বাচিত ভাঙড় ২ ব্লকের ন’টি গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান ও গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠক করেন শওকত মোল্লা। এই বৈঠকে ছিলেন আরাবুল ইসলামও। এই বৈঠকেই নব নির্বাচিত প্রধান ও উপপ্রধানদের কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক।
কী বলেন এদিন শওকত মোল্লা?
তিনি বলেন, “নিজের সম্মান যদি বাঁচাতে চান কন্ট্রাক্টরদের সঙ্গে যোগাযোগ বন্ধ করুন। কোনও প্রধান যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাহলে তাঁকে প্রধান পদ থেকে সরিয়ে দেবো। যত বড় প্রধান হোক না কেন”।
সংগঠনকে আরও বেশি মজবুত করার পরামর্শ দেন শওকত-আরাবুলরা এদিনের বৈঠকে। বলেন, “দলের হয়ে কাজ করতে হবে। প্রধান পদ সামলানোর পাশাপাশি সংগঠনকে আরও মজবুত করার জন্য কাজ করতে হবে”। এরপরই শওকত হুমকি দেন যে কোনও প্রধান যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তাঁকে কোনওভাবেই রেয়াত করা হবে না।
দলের নেতাদের আচার-আচরণ নিয়েও কড়া নির্দেশ শওকত
তৃণমূল বিধায়ক বলেন, “টেবিলের মাঝখানে মদের বোতল রেখে, ভাজাভুজি নিয়ে গল্পগুজব চলবে না। পাশ দিয়ে যে লোকটা যাবেন, আপনার সম্পর্কে কী ধারণা হবে! এসব দল রেয়াত করবে না। কারণ তারা শুধু নিজেকে কলঙ্কিত করছে না, দলকে কলঙ্কিত করছে। আমার খুব খোলাখুলি কথা, আপনার আচার আচরণের জন্য দল পচে যাবে, এটা কিন্তু হবে না”।