গ্রাহকদের জন্য বড় সুখবর! ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার আরও বাড়াল বন্ধন ব্যাঙ্ক

শীর্ষস্থানীয় সর্বজনীন ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম হল বন্ধন ব্যাঙ্ক। এবার এই ব্যাঙ্ক স্থায়ী আমানতের উপর উচ্চ সুদের হার বৃদ্ধি করল ৫০ বিপিএস। এই পরিবর্তিত সুদের হারগুলি দুই কোটি টাকা পর্যন্ত খুচরো আমানতের ক্ষেত্রে প্রযোজ্য। আজ, ৬ই ফেব্রুয়ারি থেকেই নতুন এর সুদের হার কার্যকর হবে৷ তবে সীমিত সময়ের জন্যই প্রযোজ্য এই অফার৷ এই নতুন সুদের হার বৃদ্ধির মাধ্যমে বন্ধন ব্যাঙ্ক সমস্ত ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদের হার অফার করছে।
দেখে নেওয়া যাক মেয়াদকাল হিসেবে নন-সিনিয়র ও সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হাড় কেমনঃ
- ৭ দিন থেকে ১৪ দিনের মেয়াদে নন-সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৩.০০ আর সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৩.৭৫%
- ১৫ দিন থেকে ৩০ দিন মেয়াদে নন-সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৩.০০% আর সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৩.৭৫%
- ৩১ দিন থেকে দুই মাসের কম সময়কালে নন-সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৩.৫০% আর সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৪.২৫%
- দুই মাস থেকে তিন মাসের কম সময়কালে নন-সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৪.৫০% আর সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৫.২৫%
- তিন মাস থেকে ছয় মাসের কম সময়কালে নন-সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৪.৫০% আর সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৫.২৫%
- ছয় মাস থেকে এক বছরের কম সময়কালে নন-সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৪.৫০% আর সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৫.২৫%
- এক বছর থেকে ৫৯৯ দিন মেয়াদে নন-সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.২৫% আর সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.৭৫%
- ৬০০ দিনের মেয়াদে নন-সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৮.০০% আর সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৮.৫০%
- ৬০১ দিন থেকে দুই বছরের কম সময়কালে নন-সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.২৫% আর সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.৭৫%
- দুই বছর থেকে তিন বছরের কম সময়কালে নন-সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.২৫% আর সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.৭৫%
- তিন বছর থেকে পাঁচ বছরের কম সময়কালে নন-সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.২৫% আর সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৭.৭৫%
- পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত মেয়াদকালে নন-সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৫.৮৫% আর সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৬.৬০%
বন্ধন ব্যাঙ্কের গ্রাহকরা এবার থেকে রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা এমবন্ধন মোবাইল অ্যাপের মাধ্যমে বাড়ি বা অফিস থেকেই এবার এফডি বুকিং বা বিনিয়োগের সুবিধা উপভোগ করতে পারবেন। এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকরা কয়েক মিনিটের মধ্যেই ঝামেলামুক্তভাবে এফডি বুক করতে পারবেন।