ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি

বড়দিনে ম’দের ফোয়ারা দিঘা-মন্দারমণিতে! ক্রিসমাসে রেকর্ড ম’দ বিক্রি সৈকত নগরীতে, জমিয়ে উল্লাস পর্যটকদের

দু’দিন আগেই গিয়েছে ক্রিসমাস। এখনও উৎসবের রেশ যায়নি মানুষের মন থেকে। কারণ সামনেই রয়েছে বর্ষবরণ উৎসবও। এসবের মধ্যেই বড়দিনে একেবারে ম’দের ফোয়ারা উঠল দিঘা-মন্দারমণিতে। জানা গিয়েছে, বড়দিনের মরশুমে সমস্ত জেলার মধ্যে পূর্ব মেদিনীপুরে রেকর্ড ম’দ বিক্রি হয়েছে। বড়দিনে সৈকত নগরীতে পর্যটকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো।

আবগারি দফতরের তথ্য অনুযায়ী, গোটা পূর্ব মেদিনীপুর জেলায় শুধুমাত্র বড়দিনের দিন মোট ৫ কোটি ১২ লক্ষ টাকার ম’দ বিক্রি হয়েছে। আর বড়দিনের আগের দিন অর্থাৎ ২৪শে ডিসেম্বর জেলাতে ম’দ বিক্রি হয়েছিল ৪ কোটি ১ লক্ষ টাকার। ফলে তথ্য অনুযায়ী, এই দু’দিনে পূর্ব মেদিনীপুর জেলা আবগারি দফতর ৯ কোটি টাকারও বেশি ম’দ বিক্রি করেছে।

উল্লেখ্য, বড়দিনের আগের দিন ছিল শনিবার। সেই কারণে সেইদিন থেকে ব্যাপক হারে ভিড় হতে শুরু করে দিঘা-মন্দারমণিতে। আর বড়দিনের পরদিন সোমবার রাজ্য সরকারের তরফে ছুটি থাকায় পরপর তিনদিনের ছুটিতে দিঘা-মন্দারমণিতে পর্যটক ছিল চোখ ধাঁধানোর মতোই। জানা গিয়েছে, বড়দিনে কয়েক লক্ষ মানুষের ভিড় জমে দিঘা-মন্দারমণিতে।

স্থানীয় সূত্রের খবর, বড়দিনের আগের দিন থেকেই দিঘা-মন্দারমণির ম’দের দোকান ও কাউন্টারগুলিতে দেখা যায় লম্বা লাইন। তা দেখেই আন্দাজ করা গিয়েছিল যে বড়দিনের উৎসবের মরশুমে ভালো আয় হতে চলেছে আবগারি দফতরের। আর হলও তাই। পূর্ব মেদিনীপুরে বিক্রি হল রেকর্ড ম’দ। বড়দিনে দিঘা-মন্দারমণি ছাড়াও ভালো পরিমাণ ম’দ বিক্রি হয়েছে তমলুক ও হলদিয়াতে।

উল্লেখ্য, বড়দিনের আগে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়েও রেকর্ড পরিমাণে ম’দ বিক্রি হয়েছে বঙ্গে। আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালে মুখোমুখি হয়েছিল রবিবার। একে ফাইনাল, দুইয়ে রবি – ফলে জোড়া ধাক্কায় রাজ্যে ওই দিন ম’দ বিক্রি হয়েছে প্রায় ৭০ কোটি টাকার।

শুধুমাত্র বাংলাতেই নয়, বড়দিনের দিন দেদার ম’দ বিক্রি হয়েছে কেরলেও। Kerala State Beverages Corporation Ltd (BEVCO) -এর তথ্য অনুযায়ী, গত ২২ ও ২৫শে ডিসেম্বরের মধ্যে কেরলে মোট ২৫০ কোটি টাকার ম’দ বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। BEVCO-র কাউন্টারগুলি শুধুমাত্র বড়দিনের রাতেই ৯০ কোটি টাকার ম’দ বিক্রি করেছে।

Back to top button
%d