ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি

রথযাত্রা উপলক্ষ্যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নিয়ে এল গয়নার উপর বিশেষ ছাড়, থাকছে দারুণ ডিজাইনের এক্সক্লুসিভ গয়না

শুভ উৎসব রথযাত্রা উপলক্ষ্যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নিয়ে এল গয়নার উপর বিশেষ ছাড়। হিন্দুদের উৎসবের মধ্যে রথযাত্রা অন্যতম। শুধুমাত্র ভারতবর্ষই নয়, বিদেশের মাটিতেও এই উৎসব পালন করা হয়। পশ্চিমবঙ্গ ও ওড়িশাতে খুব বড় করে পালিত হয় রথযাত্রা।

এবার এই রথযাত্রা উপলক্ষ্যেই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নিয়ে এল নানান নতুন ডিজাইনের গয়না। ভারতীয় এই সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানাতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের কারিগররা নানান গয়নাতে দেবদেবী, রথ ও রথযাত্রার নানান চিহ্নের ছোঁয়া দিয়ে তৈরি করেছেন এক্সক্লুসিভ ডিজাইনের সব গয়না। খুবই নিষ্ঠা ও যত্ন সহকারে সমস্ত কারিগররা এই গয়না তৈরি করেছেন। এই গয়নায় রয়েছে হলমার্ক যাতে তা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকে।

এই বিষয়ে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডিরেক্টর জয়িতা সেন বলেন, “সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফে আমরা থযাত্রার তাৎপর্য এবং এই সময়ে গয়না কেনার প্রকৃষ্টতা বুঝতে পারি। আমাদের দক্ষ কারিগর এবং ডিজাইনারদের দল সতর্কতার সঙ্গে গয়নাগুলির একটি অত্যাশ্চর্য কালেকশন তৈরি করেছে যা সমসাময়িক শৈলীর সঙ্গে ঐতিহ্যকে পুরোপুরি মেলবন্ধন সৃষ্টি করে। এই কালেকশনে জটিলভাবে ডিজাইন করা সোনার দুল থেকে শুরু করে মীনাকারি কানের দুল রয়েছে। আমাদের কাছে গ্রাহকের প্রতিটি স্বাদ এবং পছন্দ অনুযায়ী গয়না রয়েছে”।

রথযাত্রা উপলক্ষ্যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফে আরও নানান আকর্ষণীয় অফার আনা হয়েছে। যেমন হীরের মূল্যের উপর রয়েছে ১০ শতাংশ ছাড়। এছাড়াও হীরের গয়না তৈরির উপর থাকছে ২৫ শতাংশ ছাড়, সোনার গয়না তৈরির উপর রয়েছে ৩৫ শতাংশ ছাড় আর পুরনো গয়না এক্সচেঞ্জের উপর ০ শতাংশ ডিডাকশন। এই অসাধারণ সুযোগটি আপনাকে রথযাত্রার চেতনাকে আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে আমাদের সৃষ্টির জাঁকজমকেও উপভোগ করতে দেবে ও রথ শোভাযাত্রা এবং চিরায়ত কমনীয়তার সাথে ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলিকে অনুগ্রহ করতে পারবে

রথযাত্রা উপলক্ষ্যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নিয়ে এল গয়নার উপর বিশেষ ছাড়, থাকছে দারুণ ডিজাইনের এক্সক্লুসিভ গয়না 2

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে রয়েছে সোনা, হীরে, প্ল্যাটিনাম এবং স্টাডেড জুয়েলারি-সহ নানান গয়নার কালেকশন। এই কোম্পানির ব্র্যান্ডের মধ্যে রয়েছে এভারলাইট লাইটওয়েট জুয়েলারি এবং গসিপ, সিলভার এবং কস্টিউম জুয়েলারি ব্র্যান্ড। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ভারতে D’Signia শোরুম চালু করেছে যা একটি প্রিমিয়াম জুয়েলারি কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ‘অহম’ কালেকশন পুরুষদের চাহিদা পূরণ করে আবার অন্যদিকে বিভা কালেকশনে রয়েছে প্রিমিয়াম ডিজাইনার বিয়ের গয়না।

Back to top button
%d bloggers like this: