‘স্বামীর ভালো চাইলে নির্বাচন থেকে সরে দাঁড়া’, বিজেপি প্রার্থীর বাড়ির সামনে ভোররাতে সাদা থান ও ফুলের মালা, অভিযোগ তৃণমূলের দিকে

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন পর্ব শেষ হয়েছে। আর এরপর থেকেই নানান প্রান্ত থেকে নানান হুমকির অভিযোগ উঠে আসছে। মনোনয়ন থেকে নাম প্রত্যাহার করার চাপ, হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলের তরফে, এমনই অভিযোগ নানান বিরোধী রাজনৈতিক দলগুলির। কোথাও মনোনয়ন তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে তো কাউকে আবার মারধর করা হচ্ছে। এবার ফের এমন একটি ঘটনা ঘটল কাঁথি ১ নম্বর ব্লক এলাকার সাবাজপুট গ্রাম পঞ্চায়েতে।
সূত্রের খবর, কেউ বা কারা রাতের অন্ধকারে ১৯৬ বুথের বিজেপির মনোনীত প্রার্থী নীলিমা দত্তর বাড়িতে সাদা শাড়ি, ফুলের মালা, মিষ্টি রেখে গিয়েছে। এর সঙ্গে একটি সাদা চিরকুট ফেলে রেখে আসা হয়েছে। আর সেই চিরকুটে লেখা রয়েছে, “স্বামীর ভালো চাইলে নির্বাচন থেকে সরে দাঁড়া”।
নীলিমার কথায়, সোমবার রাতে ঘুমোতে যাওয়ার সময় তাঁর বাড়ির সামনে এমন কিছুই ছিল না। কিন্তু মঙ্গলবার ভোররাতে যখন তাঁর শ্বশুরমশাই প্রাতঃভ্রমণে যাওয়ার জন্য বের হন, তিনি তখন ওই জিনিসগুলো পড়ে থাকতে দেখেন। এই নিয়ে এলাকায় বেশ শোরগোল পড়ে গিয়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই নীলিমার বাড়ি আসতে থাকেন বিজেপি কর্মীরা। দলীয় কর্মীদের কথায়, “একটি ভয়ের বাতাবরণ তৈরি করার জন্যই এই ঘটনা ঘটাচ্ছে কেউবা কারা”। তবে প্রার্থী নীলিমা দত্তের পরিবারের লোকজন তাদের অবস্থানে অনড়। তাঁদের বক্তব্য, ভয় দেখিয়ে তাদের আটকানো যাবে না। পরিবারের এক সদস্য বলেন, “আমরা যথারীতি ভোটে লড়াই করবই। এই ঘটনা আরও জেদ বাড়িয়ে দিল আমাদের”।
এই ঘটনা প্রসঙ্গে কাঁথি ১ব্লক তৃণমূল সভাপতি গণেশ মহাকুড় বলেন, “আমি আশ্বস্ত করছি, এই ধরনের ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবেই জড়িত নয়। এখান তো নির্বাচনের আদর্শ আচরণবিধি জারি রয়েছে, তাই আমাদের কর্মীরা কারোর গায়ে চড়ও মারছেন না”।