যেখানে দেখিবে ছাই…! দুর্গন্ধ ভরা নালাতে ভাসছে গোছা গোছা টাকাভর্তি বস্তা, টাকা নিতে নোংরা-আবর্জনা ভরা জলেই ঝাঁপ জনতার

কথাতেই রয়েছে, ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো…’। ছাইয়ের মধ্যে ‘অমূল্য রতন’ মেলে কী না জানা না থাকলেও, নোংরা-আবর্জনা ভর্তি নালাতে যে অমূল্য রতন মিলতে পারে, তা এবার চাক্ষুষ দেখা গেল।
দুর্গন্ধে ভরা নালাতে ভাসছে বস্তা ভর্তি টাকা আর সেই টাকা নিতেই নোংরা নালার জলেই নেমে পড়লেন স্থানীয়রা। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)। তবে প্রশ্ন একটাই, ওই নোংরা নালার মধ্যে এত টাকা এল কী করে?
ঘটনাটি ঘটেছে বিহারের পাটনার সাসারামের মোরাদাবাগ গ্রামে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে ওই নালায় বস্তা ভর্তি টাকা ভাসতে দেখেন স্থানীয়রা। বস্তার একদিকটা ছেঁড়া ছিল। আর সেখান থেকেই নাকি কচকচে টাকা দেখা যাচ্ছিল। সেই অমূল্য রতনের হাতছানি উপেক্ষা করতে পারে নি সাধারণ মানুষ।
আর এর ফলে আচমকা আবর্জনা ভর্তি নালার মধ্যে নেমে পড়েন সকলে দলবেঁধে। ময়লা জল ঠেলে টাকার কাছে পৌঁছন অনেকেই। তাদের অনেকেই টাকা পেয়েছেন বলে জানা গিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বহু মানুষ নালায় নেমে টাকা তুলছেন। ২ হাজার, ৫০০, ১০০ ও ১০ টাকার নোট হাতে নিয়ে নালা থেকে উঠে আসতে দেখা গিয়েছে তাদের।
Currency note bundles of ₹100 and ₹10, were found floating in a sewer in a Bihar town, Sasaram, around 150 km from capital Patna. pic.twitter.com/vl0q1Dzj4C
— Pagan 🚩 (@paganhindu) May 6, 2023
তবে একদলের অবশ্য দাবী, ওই টাকাগুলো আসলে নকল নোট। যদিও যারা সেই টাকা পেয়েছেন, তারা সেকথা মানতে নারাজ। কিন্তু সবথেকে বড় যে প্রশ্নটা বারবার উঠে আসছে, তা হল এত টাকা ওই নালার মধ্যে এল কী করে? দুর্গন্ধে ভরা নালাতে কে ফেলে দিয়ে গেল ওই বস্তা ভর্তি টাকা? খবর চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনার তদন্ত করছেন তারা। যদিও এখনও পর্যন্ত সেই টাকার উৎস সম্পর্কে জানা যায়নি।