দাঁড়িয়ে রইল যাত্রীবোঝাই বাস, দীর্ঘসময় ধরে দিব্যি ফুচকা খেয়ে গেলেন বাসচালক, অপেক্ষায় যাত্রীরা, মুহূর্তে ভাইরাল ভিডিও

ফুচকা! নামটা শুনলেই যেন জিভে জল চলে আসে। কোথাও তা পরিচিত গোলগাপ্পা নামে, কোথাও তার নাম পানিপুরি তো কোথাও আবার ফুচকা। তবে নাম যাই হোক না কেন, এর টান অস্বীকার করা বেশ মুশকিল। আর এই টানের জেরেই ঘোর বিপাকে পড়লেন এক বাসচালক।
বাসচালকের বিরুদ্ধে অভিযোগ, তিনি বাস থামিয়ে এক বাস ভর্তি যাত্রীকে অপেক্ষা করিয়ে জমিয়ে ফুচকা খেতে মশগুল হয়ে গেলেন। পাক্কা দশ মিনিট ধরে ফুচকা খেলেন তিনি। একথা স্বীকার করা হয়েছে সরকারি বাস সংস্থা বিআরটিএসের তরফেও। ওই বাসচালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ঘটনাটি ঘটেছে গত ১ এপ্রিল সন্ধ্যায় গুজরাটের অডালজ এলাকায়। জানা গিয়েছে, নীলেশ পারমর নামের এক বাসচালক জুন্দল-ত্রিমন্দির রুটে বিআরটিএসের বাস চালান। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে গত শনিবার যাত্রীবোঝাই বাস নিয়ে আচমকাই স্বাগত সিটি সোসাইটির সামনে দাঁড়িয়ে পড়েন।
এরপর যে কাণ্ড ঘটে, তা দেখতে মোটেই প্রস্তুত ছিলেন না যাত্রীরা। দেখা যায়, ওই বাসচালক বাস থেকে নেমে পাশের দোকানে চলে যান। আর সেখানে দাঁড়িয়ে ফুচকা খেতে শুরু করেন। এর ফলে টানা ১০ মিনিট যাত্রীদের অপেক্ষায় থাকতে হয় চালকের জন্য। এই গোটা ঘটনাটি ভিডিও করেন এক যাত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় ওই ভিডিও। আর তা পোস্ট করা মাত্রই তুমুল ভাইরাল হয়।
Viral Video, BRTS Bus Driver Stopped the Bus to Enjoy Pani-Puri pic.twitter.com/zPalyagsTY
— Sanat Singh (@sanat_design) April 8, 2023
এই ভিডিওটি দেখার পর নেটিজেনদের একাংশ বেশ মজার মজার কমেন্ট করলেও, ওই বাসচালকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগও তোলেন অনেকেই। ভাইরাল হওয়া ভিডিও-র মাধ্যমে এই ঘটনাটি জানতে পারেন বিআরটিএসে অধিকর্তারা। আর এরপরই চালকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
জানা গিয়েছে, ওই বাসের মালিককে ১৫ হাজার টাকার জরিমানা করা হয়েছে। অভিযুক্ত বাসচালককে সাসপেন্ড করা হয়েছে। ফুচকা খাওয়ার জন্য যাত্রীদের অপেক্ষা করানোর জেরে বাসচালককেও ১ হাজার টাকার জরিমানা করা হয়েছে বলে জানা গিয়েছে।