রাজ্য

স্বস্তির খবর! আজও বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও, কিন্তু বর্ষা কবে ঢুকবে?

গতকাল, শুক্রবার দুপুরের দিকে ঝেঁপে বৃষ্টি নামে কলকাতা-সহ একাধিক জেলায়। এর জেরে তীব্র দাবদাহ থেকে সাময়িক স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। এবার ফের সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৫ই জুন পর্যন্ত উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বঙ্গে বর্ষা কবে ঢুকবে?

হাওয়া অফিস সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও কলকাতা ও দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে। আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতায়। আগামীকাল, রবিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানা গিয়েছে।

তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাকি জেলায় গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। পুরুলিয়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। বাকি জেলাতেও বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

আজ, শনিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরে আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহ চলবে বলে জানাল হাওয়া অফিস।

এখন সকলের মনে একটাই প্রশ্ন যে বঙ্গে কবে বর্ষা ঢুকবে? আবহবিদরা জানাচ্ছেন, কেরলে বর্ষা ঢুকেছে নির্ধারিত সময়ের সাতদিন পর। আজ, শনিবার উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। রবি অথবা সোমবারের মধ্যে উত্তরবঙ্গে অর্থাৎ বাংলায় বর্ষা প্রবেশ করতে পারে। জলপাইগুড়িতে বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ৭ জুন। কিন্তু এবারে দেরিতেই আসছে বর্ষা। তবে দক্ষিণবঙ্গে কবে বর্ষা নামবে, তা এখনও স্পষ্ট নয় আবহাওয়া দফতরের কাছেও।

Back to top button
%d bloggers like this: