ছোটোখাটো বিএমডব্লিউ! গরমের দাবদাহ থেকে মুক্তি পেতে অটোয় কুলার বসালেন চালক, স্বস্তি পাচ্ছেন যাত্রীরাও

অটোরিক্সার পিছনে লাগানো একটা আস্ত কুলার। গরমের জ্বালাযন্ত্রণা থেকে বাঁচতে এমনই উপায় করলেন অটোচালক। কুলারের এই ঠাণ্ডা হাওয়ায় তিনি নিজে তো স্বস্তি পাচ্ছেনই, তার সঙ্গে স্বস্তি পাচ্ছেন তাঁর অটোতে চড়া যাত্রীরাও। এই দৃশ্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আর তা দেখে আপ্লুত নেটবাসী।
কুলার-সহ অটোর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। গত ২২ মে এই ভিডিওটি ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন কবীর সেঠিয়া নামে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। এরপর থেকেই এই ভিডিওটি শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়। ইতিমধ্যেই ৩ লক্ষ ৬ হাজারেরও বেশি লোক দেখেছেন।
View this post on Instagram
অটোর নম্বর দেখে জানা গিয়েছে, এই অটোটি চলছে পঞ্জাবের রাস্তায়। এমন কুলার-সহ অটো দেখে নানান মজার মজাত কমেন্টও করেছেন নেটিজেনরা। বিলাসবহুল গাড়ির সঙ্গে তুলনা করে কেউ লিখেছেন, “এটা তো অটো নয়, এটা তো ছোটোখাটো বিএমডব্লিউ”। আবার একজন বেশ আক্ষেপের সুরেই লিখেছেন, “আমি ভুল অটোয় এতদিন পয়সা খরচ করছি”।