ঢাক-ঢোল পিটিয়ে মিথ্যে প্রচার চালাচ্ছে সরকার, আসলে দরিদ্ররা কোনও সাহায্যই পাচ্ছেন না’, স্বাস্থ্যসাথী নিয়ে জনস্বার্থ মামলা খোদ চিকিৎসকের

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ফের শুরু হল বিতর্ক। এবার এই কার্ড নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন খোদ চিকিৎসক। মামলাকারীর কথায়, স্বাস্থ্যসাথী কার্ডের নামে রাজ্য সরকার মিথ্যে প্রচার চালাচ্ছে। আদতে গরীব মানুষ কোনও সাহায্যই পাচ্ছে না। এই নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে তাঁকে।
মামলাকারী কুণাল সাহার দাবী, “স্বাস্থ্যসাথী কার্ডে নেই তেমন সুযোগ-সুবিধা। অথচ ঢাকঢোল পিটিয়ে চলছে স্বাস্থ্যসাথী কার্ডের জোর প্রচার। গরিব মানুষের জন্য তৈরি হওয়া স্বাস্থ্যসাথী কার্ডের তেমন কোনো সুবিধা পাচ্ছেন না। অথচ রাজ্য সরকার বিজ্ঞাপনের বছরে মুড়ে ফেলেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। স্বাস্থ্যসাথী কার্ডের নামে মিথ্যা প্রচার করছে রাজ্য সরকার”। এই দাবী শোনার পর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দেয়।
প্রসঙ্গত, রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় জোয়ার আনতে এক বড় পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু করেন স্বাস্থ্যসাথী কার্ড। এই কার্ডের মাধ্যমে রাজ্যের সরকারি ও কিছু বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পান আমজনতা। একটা নির্দিষ্ট অঙ্কের চিকিৎসায় কোনও খরচ লাগে না।
রাজ্য সরকারের তরফে কড়া নির্দেশ জারি করা হলেও বেশ কিছু বেসরকারি হাসপাতাল ফিরিয়ে দিচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। আর এর জেরে রোগীরা বেশ সমস্যায় পড়ছে। এই অভিযোগের মেটাতে মুখ্যমন্ত্রী বেসরকারি হাসপাতালগুলিকে কড়া নির্দেশও দিয়েছেন। বারবার বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ডে কোনও রোগীকে ফেরানো যাবে না। রোগী ফেরানো হলে এফআইআর করা হবে। আর এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দায়ের হল জনস্বার্থ মামলা।