ভাইরাল

ম’দ্যপান করে মা’ত’লা’মি! কর্তব্যরত অবস্থায় মন্দিরের অনুষ্ঠানে মত্ত হয়ে উদ্দাম নাচ পুলিশকর্মীর, মুহূর্তে ভাইরাল ভিডিও

কর্তব্যরত অবস্থায় ম’দ্যপান করে মাতলামি করলেন এক পুলিশকর্মী। মত্ত হয়ে গানের তালে উদ্দাম নাচলেন তিনি। এই ঘটনার ভিডিও চাউর হতেই সাসপেন্ড করা হয়েছে ওই পুলিশকর্মীকে। ঘটনার কথা জানা যায় গতকাল, শুক্রবার। এই ঘটনাটি ঘটেছে কেরলের ইদুক্কি এলাকায়।

অভিযুক্ত ওই পুলিশকর্মীর নাম কেসি শাজি। তিনি সন্তানপারা থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই)। সূত্রের খবর, গত মঙ্গলবার রাতে এলাকায় একটি মন্দিরে বিশেষ অনুষ্ঠান ছিল। সেই কারণেই সেখানে মোতায়েন করা হয়েছিল পুলিশ। সেখানেই কর্তব্যরত ছিলেন ওই এএসআই।

অভিযোগ, কর্তব্যরত অবস্থাতেই নাচ করেছেন ওই পুলিশকর্মী। এমনও অভিযোগ উঠেছে যে নাচ করার সময় ওই পুলিশকর্মী মত্ত অবস্থায় ছিলেন। পুলিশকর্মীর ওই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭।

এই ভিডিও প্রকাশ্যে আসতেই পদক্ষেপ নেওয়া হয় ওই পুলিশকর্মীর বিরুদ্ধে। জেলা পুলিশের তরফে ওই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, স্পেশাল ব্রাঞ্চ পুলিশের কাছ থেকে রিপোর্ট আসার পরই সাসপেন্ড করা হয় ওই এসিপিকে।

প্রসঙ্গত, ম’দ্য’পান করে পুলিশকর্মীর মা’ত’লা’মি করার ঘটনা এর আগেও বেশ কয়েকবার সামনে এসেছে। গত বছর মধ্যপ্রদেশের হরজা জেলায় এক পুলিশকর্মীকে ম’দ্যপান করে রাস্তায় বসে উর্দি খুলে ছুড়ে ফেলে দিতে দেখা গিয়েছিল। সেই ভিডিও-ও তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভিডিওটিরও সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭। সেই সময় খবর মিলেছিল যে সেই কাণ্ডের কারণে ওই সাসপেন্ড করা হয়েছিল পুলিশকর্মীকেও।

Back to top button
%d bloggers like this: