ভাইরাল

চোখে জাতীয় পতাকার ছবি! অবাক করে দেওয়া এই কাণ্ড ঘটিয়েছেন দেশের একনিষ্ঠ ভক্ত, নেট মাধ্যমে ভাইরাল ছবি

একদিন পরেই দেশ জুড়ে পালিত হবে ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন। দেশজুড়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারই মধ্যে চোখে দেশের পতাকা এঁকে দেশ ভক্তি দেখিয়ে নজির গড়লেন এক শিল্পী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই চোখের ছবি।

আমরা সবাই আমাদের দেশকে খুব ভালোবাসি। কিন্তু তামিলনাড়ুর কোয়েম্বাটোরের এই শিল্পী নিজের চোখে দেশের তেরাঙা পতাকা অঙ্কন করে প্রশংসা কুড়িয়েছেন। ওই শিল্পী নিজের চোখের সাদা অংশে ভারতের জাতীয় পতাকা এঁকেছেন।

কোয়েম্বাটোরের বাসিন্দা ইউএমটি রাজা মিনিয়েচার আর্টিস্ট হিসেবে বিখ্যাত। সোশ্যাল মিডিয়াতেও এই শিল্পীর ফলোয়ার বেশ চোখে পড়ার মতো। অনেকে বলছেন, দেশ ভক্তির পাশাপাশি দ্রুত জনপ্রিয়তা লাভের জন্যও তিনি এই কাজ করেছেন।

তবে শিল্পী জানিয়েছেন, দেশের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে নতুন প্রজন্মের কাছে সচেতনতা বাড়াতেই তিনি এই কাজ করেছেন। তবে অন্যদের এই ধরনের কাজ করা থেকে দূরে থাকতে তিনি বলেছেন।

চক্ষু বিশেষজ্ঞরা বলেছেন, এই ধরনের কাজ চোখের পক্ষে খুবই ক্ষতিকর। ওই শিল্পী যে সংমিশ্রণের মাধ্যমে জাতীয় পতাকা অঙ্কন করেছেন সেগুলি থেকে তাঁর চোখে চুলকানি বা ভাইরাস ঘটিত রোগের সংক্রমণ করতে পারে।

Back to top button
%d bloggers like this: