ভাইরাল

‘বিরিয়ানিতে মাটন কেন নেই’, হাতাহাতির জেরে হুলস্থূল কাণ্ড বিয়েবাড়িতে, চেয়ার-টেবিল তুলেই চলল ‘যুদ্ধ’, ভাইরাল ভিডিও

ভালোই চলছিল বিয়েবাড়ির ভোজ। গরম গরম বিরিয়ানিও পড়েছিল পাতে। কিন্তু এ কেমন বিরিয়ানি? বিরিয়ানির মধ্যে নেই মাংসের টুকরোই। তা নিয়ে রেগে গিয়েই পাশের জনের মাথায় চাঁটি মেরেছিলেন এক ব্যক্তি। আর সেখান থেকেই শুরু হল হাতাহাতি।

একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সকলে। বাদ যান নি মহিলারাও। বিয়েবাড়ির ভোজের জায়গা পরিণত হল যুদ্ধক্ষেত্রে। টেবিল-চেয়ারও ছোঁড়াছুঁড়ি হল। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিও দেখে অনেকে অনেক ধরণের কমেন্ট করেছেন।

কী দেখা যাচ্ছে ওই ভিডিওতে?

জানা গিয়েছে এই ভিডিওটি পাকিস্তানের এক বিয়েবাড়ির। তবে পাকিস্তানের কোথায়, কবে এই ভিডিও তোলা হয়েছে তা জানা যায়নি। তবে গত ২৪ আগস্ট এক্স প্ল্যাটফর্মে ভিডিওটি পোস্ট করা হয়। প্রায় ছ’মিনিট লম্বা ভিডিওটি মূলত বিয়েবাড়ির সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে, টেবিলে বসে সকলে দিব্যি বিয়েবাড়ির ভোজ খাচ্ছেন। সাদা রঙের পর্দা দিয়ে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। গরম গরম খাবার পরিবেশন করা হচ্ছে অতিথিদের।

তখন এক ব্যক্তি এসে খাবার খাওয়ার টেবিলে বসে থাকা ব্যক্তিকে চাঁটি মেরে তাঁর টুপি ছুঁড়ে ফেলে। ওই ব্যক্তি টুপিটি ছুঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে আশেপাশে বসা লোকজন অবাক হয়ে যায়। টুপিটি ছুঁড়ে ফেলার পরে, ব্যক্তিটি বসে থাকা ব্যক্তিকে তার গালে চড় মারে, এর পরে লোকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। সেই হাতাহাতি বিরাট আকার ধারণ করে।

ভিডিওতে দেখা যাচ্ছে, কেউ কেউ লাঠি দিয়ে মারছে। আবার কেউ চেয়ার তুলে মারছে। এই মারামারি ও হাতাহাতির কারণে সেখানে থাকা তাঁবুও ভেঙে পড়তে থাকে। সেই অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে দাবী করা হয়েছে যে বিয়েবাড়ির ভোজের বিরিয়ানিতে মাটন না পেয়েই নাকি এমন যুদ্ধক্ষেত্রে পরিণত হয় আনন্দ অনুষ্ঠান। কেউ কেউ এই ভিডিও দেখে কমেন্ট করেছেন, “মাংস না পেলে আমিও এরকমই করতাম”। অন্য এক নেটিজেন লিখেছেন, “হয়তো রান্না খারাপ হয়েছিল বলেই সবাই রেগে গিয়েছে”। তবে দ্রুত এই ভিডিও ভাইরাল হয়।

Back to top button
%d bloggers like this: