এগোনোর বদলে ক্রমশই পিছিয়ে যাচ্ছে স্কুটার, রাস্তায় অদ্ভুত এই স্কুটার দেখে হতবাক পথচারী থেকে নেটিজেন সকলে

আজকাল রাস্তায় বেরোলে কত কিছুই চোখে পড়ে। ভাইরাল হওয়ার জন্য এখন বাইক নিয়ে নানান স্টান্ট দেখান যুবকরা তাও আবার ব্যস্ত রাস্তার মধ্যেই। জীবনের পরোয়া না করেই কেউ দ্রুত গতিতে বাইক চালান তো কেউ আবার বাইক চালাতে চালাতে তাতে উঠে দাঁড়িয়ে বা বসেই নানান কেরামতি দেখান। এবার এক অদ্ভুত যান দেখা গেল রাস্তায়। যা দেখে এবার বিরক্তির থেকে বেশি হতবাক হয়েছেন সকলে। এমনটা কীভাবে হচ্ছে, সেই কূলকিনারাই পাচ্ছেন না মানুষ।
ঠিক কী ঘটেছে?
সম্প্রতি রাস্তায় দেখা মিলেছে এক অদ্ভুত ধরনের স্কুটারের। এই স্কুটার রাস্তার সামনের দিকে না এগিয়ে দ্রুতগতিতে উল্টোদিকে ছুটে চলেছে। আর স্কুটারের সিট ও হ্যান্ডেলের মাঝখানে কুঁকড়ে বসে সেটিকে চালাচ্ছেন চালক। এমনই এক ‘অদ্ভুত যান’ দেখা গেল ইন্দোনেশিয়ার রাস্তায়।
কিন্তু এটা কীভাবে সম্ভব?
আসলে নিজের বুদ্ধি খাটিয়ে এমন অসম্ভবকেই সম্ভব করেছেন আরফ আব্দুর রহমান। তিনি এই উল্টো স্কুটারের মালিক। কিছুই না রাস্তায় লোকজনের দৃষ্টি আকর্ষণের জন্য নিজের বাহনের একটু ভোলবদল করেছেন আরকি।
নিজের স্কুটারকে আকর্ষণীয় করে তুলতে স্কুটারের সব যন্ত্রাংশ খুলে নিয়ে স্কুটারের পিছনের দিকে লাগিয়ে দেন ওই চালক। সিটের দু’পাশে লাগিয়ে দেন দুটি হ্যান্ডেল। এভাবে স্কুটারটি চালালে দেখে মনে হবে যেন স্কুটারটি ক্রমশ পিছনের দিকে সরে যাচ্ছে। কিন্তু আসলে সামনেই দিকেই এগোচ্ছে। শুধুমাত্র স্কুটারের সামনের অংশ খুলে লাগানো হয়েছে পিছনের দিকে।
এই উল্টো স্কুটার এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সকলে বেশ হকচকিয়ে গিয়েছেন এমন স্কুটার দেখে। তবে চালকের এমন বুদ্ধিমত্তার জন্য তাঁকে বাহবাও জানিয়েছেন সকলে। আবার অনেকেই ব্যস্ত রাস্তায় এমন স্কুটার চালালে যে দুর্ঘটনা ঘটতে পারে, তেমন আশঙ্কাও করেছেন।