প্রযুক্তি
প্রতিদিনের খরচ মাত্র ৩ টাকা, দারুণ রেঞ্জের TVS-র এই ইলেকট্রিক স্কুটার এখনই ঘরে তুলুন, দেরি করলেই সুযোগ হাতছাড়া

বর্তমানে নিত্য প্রয়োজনের জন্য মানুষ স্কুটারের উপর বেশ নির্ভর করে। আর এখন তো আবার পেট্রোল চালিত স্কুটারের থেকে ব্যাটারি চালিত স্কুটারের চাহিদা আরও বাড়ছে। ইতিমধ্যেই ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় বাজার কাঁপিয়েছে ওলা, এথারের মতো কোম্পানিগুলি। এবার এদের বাজার নষ্ট করতে লঞ্চ হল TVS-র ইলেকট্রিক স্কুটার। নাম TVS iQube।
কী কী ফিচার্স রয়েছে এই ই-স্কুটারে?
- এই স্কুটারের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার।
- এতে রয়েছে ৩.৪ কিলোওয়াট ব্যাটারি প্যাক যা ফুল চার্জ হতে ৪-৫ ঘণ্টা সময় নেয়। এই স্কুটারের ব্যাটারিতে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম।
- এই ইলেকট্রিক স্কুটারে থাকছে ৫ ইঞ্চি TFT স্ক্রিন যেখানে ব্যাটারি, রাইডিং সংক্রান্ত একাধিক তথ্য দেখা যাবে।
- এছাড়াও রয়েছে USB চার্জার পোর্ট এবং ব্লুটুথ কানেক্টিভিটি ভায়া SmartXonnect অ্যাপ, কল, SMS এলার্ট, জিওফেন্সিং, নেভিগেশন, রিমোট চার্জ অ্যাসিস্ট।
- এই ই-স্কুটারে রয়েছে অ্যান্টি-থেফট এবং লাইভ লোকেশন জানার সুবিধা।
- এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে ১৭ লিটার আন্ডারসিট স্টোরেজ।
- এই স্কুটারের একটি টপ-এন্ড ভেরিয়েন্ট রয়েছে যেখানে মিলবে ৩২ লিটার আন্ডার সিট স্টোরেজ, মিউজিক প্লে কন্ট্রোল, ইনকগনিটো রাইড মোড, স্মার্ট হেলমেট কানেক্টিভিটি ইত্যাদি ফিচার্স।
- এছাড়াও এটির TFT স্ক্রিনের আয়তনও স্ট্যান্ডার্ড মডেলের থেকে বড়, রয়েছে এলইডি হেডলাইট এবং টেল লাইট।
যাতায়াতের জন্য কত খরচ পড়বে?
এই ইলেকট্রিক স্কুটারে কেউ যদি গড়ে প্রতিদিন ৩০ কিলোমিটার যাতায়াত করে তাহলে তার খরচ হবে মাত্র ৩ টাকা। স্কুটির মেইনটেনেন্স খরচও ভীষণ কম বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
কত দাম এই ইলেকট্রিক স্কুটারের?
এই ইলেকট্রিক স্কুটারের অন-রোড প্রাইজ শুরু হয়েছে ১ লক্ষ টাকা থেকে। সংস্থার পক্ষ থেকে ব্যাটারির উপর ৩ বছর অথবা ৫০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি দেওয়া হয়েছে।