ভাইরাল
৯০ বছর বয়সে ১২০টি সারমেয়ের রান্না করেন নিজের হাতেই! বৃদ্ধার কুকুরকে খাওয়ানোর ভিডিও ভাইরাল

বয়স তাঁর ৯০। প্রতিদিন ভোর ৪.৩০ তে বিছানা ছাড়েন তিনি। শুরু করেন নিজের হাতে রান্না। তবে সে রান্না নিজের বা পরিবারের জন্য নয়। তাঁর সঙ্গী ১২০টি পোষ্যের জন্য। অবাক লাগলেও এই ঘটনা একদম সত্য।
মুম্বইয়ের বাসিন্দা বয়স ৯০-এর এই বৃদ্ধা। নাম কনক। একসময় তিনি কুকুরদের পছন্দ করতেন না। একদিন তাঁর নাতনি বাড়িতে একটি কুকুর ছানা নিয়ে আসেন। আসতে আসতে সেই পোষ্যটিকে ভালোবেসে ফেলেন তিনি। তারপর পোষ্যে কোকোর যাবতীয় দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন।
কোকোকে বড়ো করতে করতে রাস্তার কুকুরদের প্রতিও তাঁর মায়া পরে যায়। সেই থেকে বৃদ্ধা বয়সজনিত শারীরিক সমস্যাকে উপেক্ষা করেই রাস্তার চারপেয়েদের জন্য প্রতিদিন নিজের হাতে খাবার বানান ৯০-এর বৃদ্ধা।
View this post on Instagram
সম্প্রতি তাঁর কুকুরকে খাওয়ানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।