ভাইরাল

একটা বাইকেই ৭ জন সওয়ারি, একজন আবার বসেছে অন্যজনের কাঁধে, কেরামতি দেখাতে গিয়ে শ্রীঘরে যুবকরা

আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। এর মধ্যে বাইক নিয়ে নানান স্টান্ট দেখানো তো অন্যতম। অনেকেই বেশি ভিউ পাওয়ার নেশায় জীবনের পরোয়া না করেই ব্যস্ত রাস্তায় দুরন্ত গতিতে বাইক চালিয়ে নানান স্টান্ট করেন। তারা এটা ভাবেন না যে তাদের এমন কাণ্ডে যে শুধুমাত্র তাদের জীবনের ঝুঁকি রয়েছে তা নয়, রাস্তায় অন্যান্য লোকজনেরও জীবন সংকট হতে পারে। ফের এমনই এক ঘটনা সামনে এল।

সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যাতে দেখা গিয়েছে একটা বাইকের উপর চেপে বসেছে ৭ জন। ব্যস্ত রাস্তায় এভাবে বাইক চালাতে দেখা গিয়েছে। ওই পথেই চলমান অন্য একটি গাড়ি থেকে সেই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কেউ। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই সক্রিয় হয় পুলিশ। ওই ৭ জন যুবককে গ্রেফতার করা হয়, তাদের জরিমানাও করা হয়েছে বলে খবর।

কী দেখা গিয়েছে ওই ভিডিওতে?

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুর জেলায়। ২২ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একজন যুবক বাইক চালাচ্ছে। তার পিছনে রয়েছে সাত যুবক। যার মধ্যে বাইকের ফুয়েল ট্যাঙ্কের উপরে দুইজন। আবার এক যুবক আরেকজনের কাঁধে বসেই দিব্যি চলেছেন। তাদের কারোর মাথাতেই নেই হেলমেট।

শুধু তাই নয়, এমন দু:সাহসিক স্টান্ট করে বাইক সওয়ারি যুবকদের চোখে মুখে এতটুকু ভয়ের লেশ মাত্র ছিল না। পাশ দিয়ে যাওয়া একটি গাড়ি থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে।

ওই ভিডিও সূত্রে সাত যুবককেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে ২২ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ। ঘটনার কথা বিস্তারিত জানিয়ে টুইট করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

সেখানে জানানো হয়েছে, যুবকদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। সময় মতো পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুলিশের তরফে সতর্ক করা হয়েছে, এই ধরনের কাজ বিপজ্জনক এবং ট্রাফিক আইন বিরোধী। এমনটা ঘটালে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button
%d bloggers like this: