রাজ্য

বিএড প্রশিক্ষিতরা প্রাথমিকে চাকরি পাবেন না, রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট

রাজ্যের প্রাথমিক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। আদালতের রায়, প্রাথমিক শিক্ষক নিয়োগে শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিতরাই অংশ নিতে পারবেন। এই নিয়োগে সুযোগ পাবেন না বিএড প্রশিক্ষিতরা। তারা উচ্চ বিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বিপাকে বহু আন্দোলনকারী

রাজ্যের প্রাথমিক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের এমন রায়ের জেরে যে একাধিক আন্দোলনকারী, যারা রাস্তায় বসে আন্দোলন করছেন, তারা বেশ বিপাকে পড়বেন বলেই মত শিক্ষামহলের একাংশ। এই আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন অনেক ২০১৪ সালে টেট পাশ করা প্রার্থীও রয়েছে যারা বিএড প্রশিক্ষণ নিয়েছেন।

গত বছর রাজ্যের নিয়োগ দুর্নীতি সামনে আসার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি মামলায় নির্দেশ দিয়েছিলেন যে বিএড প্রশিক্ষিতরাও প্রাথমিকের চাকরির জন্য আবেদন করতে পারবেন। কিন্তু এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের নতুন রায়ের ফলে ওই নির্দেশ খারিজ হয়ে গেল।

জানা গিয়েছে, শুধুমাত্র এই রাজ্যই নয়, নানান রাজ্যে বারবার ডিএলএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা দাবী তুলেছেন যে বিএড প্রশিক্ষিতদের প্রাথমিকে চাকরি দেওয়া যাবে না। রাজস্থান হাইকোর্ট প্রথম নির্দেশ দিয়েছিল, ডিএলএড প্রশিক্ষিতদেরই শুধু প্রাথমিকে চাকরির সুযোগ দেওয়া হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই। তাদের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কিষাণ ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, বিএড প্রশিক্ষিতরা আবেদন করতে পারবেন না।

Back to top button
%d bloggers like this: