ভাইরাল

সেলে মিলছে দারুণ ছাড়! একই শাড়ি পছন্দ দু’জনেরই, শাড়ি নিয়ে চুলোচুলি, কিল-ঘুষি চলল দুই মহিলার মধ্যে, ভাইরাল ভিডিও

শাড়ি-গয়না মহিলাদের বেশ পছন্দের জিনিস। আর সেই পছন্দের জিনিস যদি বেশ বড়সড় ডিসকাউন্টে মেলে, তাহলে তো আর কথাই নেই। কে কত আগে সেরা জিনিসটা তুলে নেবে, তা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলতেই থাকে মহিলাদের মধ্যে। আর তা করতে গিয়েই তুমুল কাণ্ড ঘটিয়ে ফেললেন দুই মহিলা।

বেঙ্গালুরুতে সেলের বাজারে বেশ বড়সড় ছাড়ে একটি শাড়িকে কেন্দ্র করে রীতিমতো যুদ্ধ বেঁধে গেল দুই মহিলার মধ্যে। কিল, চড়, ঘুষি, চুলোচুলি কিছুই বাদ থাকল না দু’জনের মধ্যে। তাদের সেই মারামারির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জানা গিয়েছে, বেঙ্গালুরুর মালেশ্বরমে একটি দোকানে বর্ষ শুরুর সেল চলছিল। সেখানেই ক্রেতাদের জন্য মোটা টাকা ছাড়ে বিক্রি হচ্ছিল মাইসুরু সিল্ক শাড়ি। সেই খবর পেয়েই দোকানে ভিড় জমান প্রচুর মহিলা। কিন্তু গোল বাঁধে তখনই, যখন একই শাড়ি পছন্দ করে বসেন দুই মহিলা।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি শাড়ি নিয়ে টানাটানি করছেন দুই মহিলা। তুমুল বচসা চলছে দু’জনের মধ্যে। মুহূর্তে সেই দ্বন্দ্ব বিধ্বংসী আকার ধারণ করে। চুলোচুলি বেঁধে যায় দু’জনের মধ্যে। কিল, চড়, ঘুষি কিছুই বাদ যায়নি।

আর সবথেকে আশ্চর্য ঘটনা হল এই যে ওই দুই মহিলা যখন মারামারি করছেন, তখন উপস্থিত অন্য মহিলারা তাদের কোনওভাবে থামাতেই যাননি। বরং নিজের পছন্দের শাড়ি দখল পেতে মরিয়া ছিলেন তাঁরা। দোকানের এক নিরাপত্তারক্ষী এই ক্যাচাল থামানোর চেষ্টা করেন ঠিকই কিন্তু কোনও লাভ হয়না। পরে অন্যরা এগিয়ে আসেন। শেষ পর্যন্ত শান্ত হব দুই মহিলা।

টুইটারে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। এক লক্ষেরও বেশি ভিউ হয়েছে এই ভিডিওতে। এক নেটিজেন এই ভিডিও দেখে বলেন, “ওই মহিলাদের আচরণ আমার পছন্দ হয়েছে, দুই মহিলার মারপিটের ভিতরেও নির্দ্বিধায় কেনাকাটা চালিয়ে গেছেন”। অন্যা একজনের কথায়, “শাড়ি কেবল পোশাক নয়, তা এক আবেগের বিষয়”। আবার আরেক জন বলেছেন, “এদেশে জমি, টাকা আর শাড়ি নিয়ে সংঘর্ষ জড়াতে পিছপা হয় না জনতা”।

Back to top button
%d bloggers like this: