ভাইরাল

নর্দমার জল দিয়েই ধোয়া হচ্ছে ডাব, ভিডিও ভাইরাল হতেই বিক্রেতাকে গ্রেফতার করল পুলিশ

ডাবের জল যে স্বাস্থ্যের পক্ষে খুব উপযোগী, তা সকলেরই জানা। বিশেষজ্ঞরাও ডাবের জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আর এই তীব্র গরমের দিনে সাময়িক তৃপ্তি পেতে ডাবের জলের জুড়ি মেলা ভার। কিন্তু সেই ডাবই যদি নর্দমার জলে ধোয়া হয়ে থাকে, তাহলে? কী, শুনেই গা-টা গুলিয়ে উঠল তো?

সম্প্রতি একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭। সেই ভিডিওতে ধরা পড়েছে এক ডাব বিক্রেতার কীর্তি। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সেই ডাব বিক্রেতাকে গ্রেফতার করল পুলিশ।

সেই ভিডিও দেখা গিয়েছে, মাঠের ধারে ছোট ভ্যান গাড়িতে সাজিয়ে রাখা হয়েছে ডাব। কিছুটা দূরেই একটি নর্দমা রয়েছে। দেখা যাচ্ছে, এক যুবক ছোট পাত্র হাতে নর্দমার দিকে এগিয়ে গিয়েছেন। তারপর ঝুঁকে পড়ে নর্দমা থেকে জল তুললেন তিনি।

আর তারপর যা হল, তাতে চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড় সকলের। ভিডিওতে দেখা যাচ্ছে, সেই জল গাড়িতে সাজিয়ে রাখা ডাবগুলির উপরে সেই নর্দমার জল ছড়িয়ে দিয়েছেন ওই যুবক দূর থেকে। ডাবগুলি নর্দমার জল দিয়েই ধুয়ে দিচ্ছিলেন তিনি। দূর থেকে এই বিষয়টি কেউ ক্যামেরাবন্দি করেছেন।

এই ভিডিওটি ছড়িয়ে পড়তেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে নয়ডায়। এই ভিডিও দেখামাত্রই পদক্ষেপ করেছে পুলিশ। ওই অভিযুক্ত বিক্রেতাকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় থানার ইন-চার্জ অনিলকুমার রাজপুত জানান, ধৃতের নাম সমীর। বরেলীর বাসিন্দা তিনি। বয়স ২৮ বছর। অভিযুক্ত ওই ডাব বিক্রেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২০৭ ধারায় (সংক্রামক ব্যাধির রোগজীবাণু ছড়ানো) মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।

Back to top button
%d bloggers like this: