রাজ্য

‘বিজেপি প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন তুলবে, বাংলায় এমন কোনও মায়ের লাল নেই’, ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কের মুখে মদন

রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রস্তুতি শুরু করেছে। গতকাল, বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি শানালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

মদন মিত্র ও বিতর্ক যেন একে অপরের পরিপূরক। নানান সময় নানান মন্তব্য, হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ান তিনি। এবার তেমনটাই হল। গতকাল, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণার বেলঘড়িয়াতে একটি জনসভায় উপস্থিত ছিলেন মদন মিত্র। আর সেই সভা থেকেই পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

এদিন মদন বলেন, “মনোনয়ন তোলার জন্য ১০টি করে সিআরপিএফ দিতে হবে। বাংলায় কোনও মায়ের লাল নেই যে বুক ফুলিয়ে বলবে আমি বিজেপি প্রার্থী হওয়ার জন্য পঞ্চায়েতের মনোনয়ন তুলতে এসেছি। বাড়ির ভিতর গর্তে লুকিয়ে থাকবে সিপিএম আর কংগ্রেসের হাত ধরে। শুধু তৃণমূল আছে। আর তৃণমূল গুন্ডামি চায় না। আমি জানি ওরা কালকে কেস করবে। ওরা আদালতে যাবে। কেন্দ্রীয় বাহিনী চাইবে। আমাদের কাছে এই সকল বিষয় কিছুই না। পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্ধিতায় তৃণমূল জিতবে”।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মদন সুর চড়িয়ে বলেছিলেন, “পঞ্চায়েতে বদলা নিতে হবে”। তিনি বলেছিলেন, “আমাদের বহু ছেলে সিপিএমের ৩৪ বছরে চাকরি পায়নি। কয়েক কোটি বেকার রেখে সিপিএম চলে গিয়েছিল। তা বলে, বেকার কি চিরকাল বেকার থাকবে? নিয়ম মেনে এবং নির্দিষ্ট প্রক্রিয়ায়, যোগ্যতমদের বঞ্চিত না করে যদি তৃণমূল কর্মীদের চাকরি দেওয়া হয়, সেটা অন্যায় নয়। আবার চাকরি দেব”।

এরপর প্রতিশোধের উদ্দেশে দলীয় কর্মীদের বার্তা দিয়ে তিনি বলেন, “আগামী পঞ্চায়েত ভোটে বদলা নিতে হবে”।

শুধু তাই-ই নয়, রাজ্যের নানান প্রান্ত থেকে বোমা উদ্ধারের ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে মদন বলেছিলেন, “২৯৪ সিট। এক লক্ষের উপর পঞ্চায়েত। তাতে দু’চারটে পটাকা বাজি ফাটবে না কালিপুজো হবে? এমনটা হয় নাকি”?

Back to top button
%d bloggers like this: