ভাইরাল

‘সাক্ষাৎ মা দুর্গার’ দর্শন কলকাতা মেট্রোতে! মিষ্টি খুদের মন ভোলানো হাসিতে মুগ্ধ নেটপাড়া, উপচে পড়ল ভালোবাসার বন্যা, ভাইরাল ভিডিও

আজকাল সোশ্যাল মিডিয়ায় খুললেই কত সময় কত ধরণের ভিডিও বা ছবি আমাদের সামনে আসে। কোনও ভিডিও আমাদের চোখে জল এনে দেয়, কোনও ভিডিও আমাদের অফুরন্ত হাসায় তো কোনও ভিডিও আমাদের মুগ্ধ করে। এবার তেমনই এক ভিডিও বেশ ভাইরাল হল নেটপাড়ায় তাও আবার তা খাস কলকাতার মেট্রোর এক ভিডিও।

পরনে সুন্দর শাড়ি, মাথায় ওড়না, টিকলি, গলায় হার আর মুখে কেগে রয়েছে মিষ্টি হাসি যা যে কারোর মন ভোলাতে বাধ্য। কখনও সে মেট্রোর এদিক-ওদিক ঘুরছে তো কখনও আবার সকলের দিকে চেয়ে চেয়ে দেখছে। এমন সাজেই এক ছোট্ট মিষ্টি খুদের দেখা মিলল কলকাতা মেট্রোতে। সকলেই এক বাক্যে বলেছেন, “যেন সাক্ষাৎ মা দুর্গা”।

দুর্গাপুজো প্রায় দরজায় কড়া নাড়ছে বললেই চলে। শহরজুড়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। আর মাত্র ৩৭ দিন বাকি বাঙালির সবথেকে বড় ও শ্রেষ্ঠ উৎসবের। এরই মাঝে মেট্রোর মধ্যে দেখা মিলল ছোট্ট দুর্গার। শাড়ি পরে ছোটো ছোটো পায়ে মেট্রোর ভিতর হাঁটছে সে। তার সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল এই ভিডিওতে দেখা গিয়েছে, কলকাতা মেট্রোর মধ্যে এক ছোট্ট শিশুকন্যা সুন্দর একটি গোলাপী রঙের সিল্কের শাড়ি পরে রয়েছে। তার কপালে একটি মুকুট, মাথায় টিকলি, আবার চুলে গোলাপফুল। ফুল দিয়ে সাক্ষাৎ দুর্গার মতো সেজে মেট্রোতে এদিক-ওদিক হাঁটছে সে। সকল মেট্রো যাত্রীদের নজর ওই পুচকের দিকেই। সকলেই খুদে দুর্গাকে ক্যামেরাবন্দি করছেন।

শিশুকন্যাটি এতটাই মিস্তিও আর তার হাসি এতটাই মনকাড়া যে তার দিক থেকে চোখ সরানোই দায়। মিষ্টি হাসি দিয়েই মন জয় করল সে সকলের। এই ভিডিওটি ইতিমধ্যেই ৩ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। খুদেকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সকলের মতে, এমন সুন্দর আর মিষ্টি দুর্গা হয় না।

Back to top button
%d bloggers like this: