৭ দিনের মধ্যে অভিষেকের সম্পত্তির খতিয়ান জমা করতে হবে, ইডি-কে কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার

গতকাল, বুধবারই ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল তাঁকে। এদিন প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে তাঁর। এদিন ইডির দফতরের বাইরে দাঁড়িয়েই তিনি চ্যালেঞ্জ করেন যে তিনি এদিন ইডিকে যা বয়ান দিয়েছেন, তা যাতে আদালতে পেশ করা হয়। এরপর আজ, বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডিকে নির্দেশ দেন যে অভিষেকের সম্পত্তির খতিয়ান যাতে আদালতে জমা করা হয়।
কী নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা?
এদিন বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার তথা সিইও-র সম্পত্তির হিসাব জানাতে হবে কলকাতা হাইকোর্টে। ২১ সেপ্টেম্বরের মধ্যে এ ব্যাপারে ইডিকে রিপোর্ট পেশ করতে হবে আদালতে। শুধু অভিষেক নয়, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় আর যাঁরা ডিরেক্টর রয়েছেন, ইডির কাছে তাদের সম্পত্তির হিসাবও জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট।
নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র বর্তমানে জেলবন্দি। তিনি এই লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার কর্মী ছিলেন। কিছুদিন আগেই ওই সংস্থার অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই সংস্থার সিইও হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সূত্র ধরেই কেন অভিষেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। যদিও গতকাল ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক বলছিলেন যে ওই লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ নেই।
প্রসঙ্গত, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা তৈরি হয়েছিল ২০১২ সালে। ওই সংস্থায় বর্তমানে দুজন ডিরেক্টর হলেন অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সংস্থার সিইও ও প্রাক্তন ডিরেক্টর ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও সংস্থার প্রাক্তন ডিরেক্টর। এই কারণেই অভিষেকের গোটা পরিবারের সম্পত্তি ও আয়-ব্যয় সম্পর্কে খতিয়ান জানতে চেয়েছে আদালত।