প্রযুক্তি
বছরের শেষে বাজার কাঁপাবে Honda-ই, দুর্ধর্ষ দুই বাইক নিয়ে হাজির সংস্থা, কত দাম, মাইলেজই বা কত, জেনে নিন সম্পূর্ণ তথ্য

গত মাসেই লঞ্চ হয়েছে Honda Hornet 2.0। নতুন লুক ও উন্নত মানের ইঞ্জিন নিয়ে সামনে এসেছে এই বাইক। আবার চলতি মাসে লঞ্চ হয়েছে Honda CB300F। এই দুই বাইক এখন রীতিমতো বাজার কাঁপাচ্ছে। পুজোর আগে এই দুই বাইক কেনার উৎসাহও বেড়েছে গ্রাহকদের মধ্যে। এই বাইক সম্পর্কে একটু জেনে নেওয়া যাক-
Honda Hornet 2.0-এর ফিচার্স
- এই বাইকে যোগ হয়েছে OBD-2 মানদন্ড অনুযায়ী ইঞ্জিন এবং স্লিপার ক্লাচ।
- ১৮৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই বাইকে যা সর্বোচ্চ ১৭.৩ হর্সপাওয়ার ও ১৫.৯ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে।
- এই বাইকজুড়ে রয়েছে এলইডি লাইটিং।
- হন্ডা হর্নেট0’র ওজনও আগের মতোই রয়েছে, ১৪২ কেজি।
- এই বাইকের দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ও ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।
Honda Hornet 2.0 দাম
ভারতীয় বাজারে এই উন্নত হর্নেটের দাম ১.৩৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
Honda CB300F-এর ফিচার্স
- হন্ডা সিবি 300F’র ইঞ্জিনের বদল করা হয়েছে।
- এই বাইকে রয়েছে ২৯৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ ২৪ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে।
- এই বাইকেও মিলবে সম্পূর্ণ এলইডি লাইটিং।
- এই বাইকের দু চাকাতেও ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
- এতে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেখানে স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার।
Honda CB300F দাম
আগের থেকে ৫৬,০০০ টাকা সস্তায় বাজারে এসেছে এই বাইক। এই বছর এই CB300F’র দাম রাখা হয়েছে ১.৭০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এই বাইকের দাম আগে ছিল ২.২৬ লক্ষ থেকে ২.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
দুটি গাড়ির মাইলেজ
Honda Hornet 2.0 প্রতি লিটারে ৫৭ কিলোমিটার মাইলেজ দেয় আর Honda CB300Fএর মাইলেজ ৩০ কিলোমিটার।