নতুন যুগের শ্রবণ কুমার! মা-বাবাকে কাঁধে নিয়েই তীর্থযাত্রা, এই সমাজে বিরল দৃশ্যে মন কেড়েছে ভাইরাল ভিডিও

সকলের কাছেই তাদের বাবা-মা ঈশ্বর তুল্য। মা-বাবা কষ্ট করে সন্তানকে মানুষ করে। একটা সময় মা-বাবাকে দেখতে হয় সন্তানকে। কিন্তু বর্তমান সমাজে দেখা যাচ্ছে সেই সময় সন্তানরা তাদের ফেলে চলে যাচ্ছে। এমনকি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার মত ঘটনা শুনতে পাই।
তবে এসবের থেকে ব্যতিক্রম এক মন ভালো করার দৃশ্য সামনে এল। একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বৃদ্ধ বাবা-মাকে কাঁধে নিয়ে তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ছেলে। শ্রাবণ মাসে সবাই কাঁধে করে জল ভরে নিয়ে যাওয়ার মাঝে এই দৃশ্য চোখে পড়েছে অনেকের।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি সদ্য শুরু হওয়া কানওয়ার যাত্রার উদ্দেশ্যে তাঁর বাবা-মাকে কাঁধে নিয়েই পাড়ি দিয়েছেন। একদিকে মা এবং অন্য দিকে বাবাকে সঙ্গে করে তিনি অবলীলায় হেঁটে চলেছেন রাস্তা দিয়ে। আর এভাবেই বৃদ্ধ বাবা-মাকে সঙ্গে নিয়ে তীর্থযাত্রায় বেরিয়ে পড়েছেন তিনি।
जहां आजकल बूढ़े मां-बाप का तिरस्कार होता है, उन्हें घर से निकाल दिया जाता है या अपने साथ रहने नहीं दिया जाता.. वहीं आज इसका विपरीत दृश्य देखने को मिला..
लाखों शिवभक्तों के बीच एक श्रवण कुमार भी है जो पालकी में अपने बुज़ुर्ग माता-पिता को लेकर कांवड़ यात्रा पर आया है..
मेरा नमन! pic.twitter.com/phG1h3pfg1
— Ashok Kumar IPS (@AshokKumar_IPS) July 19, 2022
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আইপিএস অশোক কুমার। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আজকাল, বৃদ্ধ বাবা-মাকে তুচ্ছ করা হয়। এমনকি, তাঁদের বাড়ি থেকে বেরও করে দেওয়া হয়। আবার অনেকক্ষেত্রে তাঁদের একসাথে রাখা হয়না। অথচ আজ দেখা গেল উল্টো চিত্র। লক্ষ লক্ষ শিব ভক্তের মধ্যে শ্রাবণ কুমার রয়েছেন, যিনি তাঁর বৃদ্ধ পিতা-মাতার সঙ্গে কানওয়ার যাত্রায় এসেছেন। আমার প্রণাম!’ লক্ষ লক্ষ মানুষ তাঁর এই ভিডিওটি ভালোবেসেছেন।