‘আমি মুজিবরকে বিয়ে করতে চাই’, প্ল্যাকার্ড হাতে বাড়ির সামনে ধর্না সেনা কর্মীর প্রাক্তন প্রেমিকার

গতকাল অর্থাৎ ১৭ জুলাই চন্দ্রকোণার কাশিগঞ্জের এক সেনা কর্মীর বাড়ির সামনে হটাৎ জটলা। ঘটনাটি কী? দেখা গেলো, এক তরুণী গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ধর্নায় বসেছেন। প্ল্যাকার্ডে লেখা আছে, ‘আমি মুজিবরকে বিয়ে করতে চাই। অন্যায়ের প্রতিবাদ চাই। মুজিবরের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। যতক্ষণ না মুজিবর আমায় বিবাহ করবে, ততক্ষণ পর্যন্ত ধরনা চলবে।’
স্থানীয়রা জানায়, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার হাটপুকুর গ্রামের বাসিন্দা সালমা খাতুন। প্রায় ৮ বছর ধরে প্রেম করতেন চন্দ্রকোণার কাশিগঞ্জের বাসিন্দা সেনা কর্মী মুজিবর চৌধুরীর সঙ্গে। সালমা জানান, তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসলে পরিবার তা মানতে চায়নি। তাঁর অন্যত্র বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরও তিনি মুজিবরের সঙ্গে সম্পর্ক চালিয়ে গেছেন এবং সহবাসও করেছেন।
এরপর এলাকায় পুলিশ আসে। সালমা অভিযোগ করেন, মুজিবর আগেবহুবার বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। লক্ষাধিক টাকাও নিয়েছেন তাঁর কাছ থেকে। সালমা তার স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে চলে আসলে, মুজিবর তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন।
সেনা কর্মী মুজিবরের পরিবারের পাল্টা দাবি করছেন, তাঁদের ছেলেকে ফাঁসানো হচ্ছে। অল্প কিছুদিন ধরে মেয়েটির সঙ্গে তাঁর সম্পর্ক থাকলেও মুজিবর জানতও না যে মেয়েটি বিবাহিত। উল্টে মেয়েটি তাঁদের ছেলের থেকে টাকা নিয়েছে বলে অভিযোগ করছেন।